উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পদ্মাপারে পালাবদলের পর থেকে অশান্তি নিত্যদিনের সঙ্গী। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতাও এখন উধাও। ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে এমন টানাপোড়েনের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই(Sheikh Hasina Wazed) দায়ী করলেন ইউনূস।
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে গিয়ে একটি সাক্ষাৎকারে তিনি মেনে নিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা রয়েছে। শেখ হাসিনার(Sheikh Hasina Wazed) ভারতে থাকার জন্যই এই সমস্যা জিইয়ে রয়েছে। প্রধান উপদেষ্টা এও অভিযোগ করেন, গতবছর বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তা ভারতের পছন্দ হয়নি। ইউনূসের কথায়, ‘ভারতের সঙ্গে এই মুহূর্তে আমাদের সমস্যা রয়েছে। কারণ, ছাত্ররা যেটা করেছিলেন সেটা ওঁরা পছন্দ করেননি। ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে। উনিই সমস্যা তৈরি করেছেন। সেই কারণেই ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।’
বাংলাদেশ নিয়ে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন নিয়ে ভারতের সংবাদমাধ্যমে ভুয়ো খবর পরিবেশিত হয়েছে বলেও অভিযোগ করেছেন ইউনূস। তাঁর দাবি, ‘ওই সমস্ত ভুয়ো খবরের কারণে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে আরও তিক্ততা তৈরি হয়েছে। ভারত থেকে প্রচুর ভুয়ো খবর আসছে। প্রচার চালানো হচ্ছে, ছাত্রদের আন্দোলন আদতে একটি ইসলামিক আন্দোলন ছিল।’ গতবছর পালাবদলের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই থেকে একবছরেরও বেশি সময় ধরে তিনি নয়াদিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বাংলাদেশ বারবার তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবি তুললেও তাতে কর্ণপাত করেনি ভারত। বাংলাদেশে ইতিমধ্যে হাসিনা এবং আওয়ামি লিগের বিভিন্ন শীর্ষনেতার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে।
Sheikh Hasina Wazed | ভারত-বাংলাদেশের মধ্যে টানাপোড়েনের মূলে হাসিনাই, স্বীকার ইউনূসের
Published on:

