উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের বন্দুকবাজের হামলা (Gunman Attack) আমেরিকায়। এবারের ঘটনাস্থল নর্থ ক্যারোলিনা। শনিবার রাতে বোট থেকে একটি রেস্তরাঁ লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। এতে প্রাণ হারান তিনজন। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার পর আততায়ী পলাতক বলে জানিয়েছে পুলিশ।
আমেরিকান ফিশ কোম্পানিতে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় আচমকা গুলি চলতে থাকে। ওই ঘটনায় অন্তত সাতজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে (HOSPITAL) নিয়ে যাওয়া হয়।
প্রশাসনের তরফে সকলকে ওই এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সন্দেহজনক কোনও কিছু দেখলে ৯১১ নম্বরে ফোন করে খবর দিতে বলা হয়েছে।
আমেরিকায় (America) এমন হামলা প্রথম নয়। আগেও এমন হামলায় বেশিরভাগ ক্ষেত্রে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদেরই দেখা গিয়েছে। এবার ঘটনা নর্থ ক্যারোলিনায়।