উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির চলমান হিংসায় ইন্ধন রয়েছে ভারতের! এমনই অভিযোগ করলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নাম না করে তিনি আঙুল তুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দিকেও।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ, চট্টগ্রামে অশান্তিতে মদত রয়েছে হাসিনার এবং তাঁর দলের। বাংলাদেশে সংখ্যালঘুদের বৃহত্তম উৎসব দুর্গাপুজো খুবই শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই সাফল্য ভেস্তে দিতেই পার্বত্য চট্টগ্রামে পরিকল্পনা করে অশান্তির সৃষ্টি করা হয়েছে বলে দাবি তাঁর।
প্রসঙ্গত, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের দক্ষিণপূর্ব প্রান্তের এই পাহাড়ি জেলা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে কার্ফিউ। নামানো হয়েছে আধাসেনা। রবিবার সেখানে সেনা ও অন্যান্য নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বেসরকারি সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৪০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর বক্তব্য, পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের সঙ্গে স্থানীয় বাংলাভাষীদের সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। ওই উপজেলায় রবিবার থেকে ১৪৪ ধারা জারি আছে। সোমবার খাগড়াছড়ির ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপরই একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে চট্টগ্রামের অশান্তির পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, অন্তর্বর্তী সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে শান্তি বজায় রাখতে। একটা মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারা চাইছে দুর্গাপুজো যেন উৎসবের আবহে হতে না পারে।