Putin to visit India | ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বরেই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন ভারতে আসার বিষয়ে আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার তাঁর আসার দিন চূড়ান্ত হল। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের ৫ তারিখেই ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনের প্রেসিডেন্ট ছাড়াও পুতিনের সঙ্গেও আলাদা করে কথা বলেন নরেন্দ্র মোদি। এর আগে অগাস্টে মস্কো গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তখনই জানা গিয়েছিল যে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে তখন তাঁর আসার দিন ঠিক হয়নি। আর এই পরিস্থিতিতেই প্রায় চূড়ান্ত হয়েছে পুতিনের ভারত সফর। সূত্রের খবর, সম্ভবত ৫- ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট।

ভারত সফরে পুতিনের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। সেই বৈঠকে আলোচনা হতে পারে দুদেশের বাণিজ্য নিয়ে। রাশিয়ার তেল কেনার কারণেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত হারে ট্যারিফ বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টিও প্রাধান্য পাবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন