Soybean imports | চিন সয়াবিন আমদানি বন্ধ করায় বিপাকে আমেরিকার চাষিরা, মাথায় হাত পড়তেই জিনপিঙের সঙ্গে বৈঠকের বার্তা ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চিন আমেরিকা থেকে বন্ধ করে দিয়েছে সয়াবিন আমদানি। বিপাকে পড়েছে আমেরিকার চাষিরা। এই পরিস্থিতিতে সয়াবিন রপ্তানি নিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দেখা করতে চান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন ট্রাম্প। এ ছাড়া, আগামী বছর তিনি নিজে চিনে যাবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

বুধবার সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘চিন আমাদের কাছ থেকে সয়াবিন কিনছে না। ফলে আমাদের দেশের সয়াবিন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুল্কের মাধ্যমে আমরা অনেক অর্থ উপার্জন করেছি। এ বার সেখান থেকেই কিছুটা অর্থ নিয়ে আমরা দেশের চাষিদের পাশে দাঁড়াব। আমি কখনও আমাদের চাষিদের হতাশ করব না।’’ ট্রাম্পের দাবি, চিনের সঙ্গে বাইডেন অনেক চুক্তিই করেছিলেন, কেবল সয়াবিন নিয়ে কোনও সমঝোতা করতে পারেননি।

ট্রাম্প আরও লিখেছেন, ‘‘প্রত্যেক চাষি দেশপ্রেমী। আমি তাঁদের ভালবাসি। আমি চার সপ্তাহের মধ্যে চিনের প্রেসিডেন্ট জিনপিঙের সঙ্গে দেখা করব, আমাদের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে সয়াবিন।’’

জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে গিয়ে চিনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের শেষের দিকে হতে পারে সেই সাক্ষাৎ।

চিনের উপর আমেরিকার শুল্ক আরোপ এবং বাণিজ্য সমঝোতার পর্যায়ে দুই দেশের মধ্যে তিক্ততা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। দুই দেশ একে অপরের উপর পাহাড়প্রমাণ শুল্ক আরোপ করে চলছিল। চিনও আমেরিকা থেকে সয়াবিন আমদানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আপাতত আমেরিকা এবং চিনের শুল্ক সংঘর্ষ স্তিমিত। সয়াবিন নিয়ে অক্টোবরের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান একমত হতে না পারলে জটিলতা আরও বাড়বে বলে মনে করছে কূটনৈতিক মহল। আমেরিকা থেকে সয়াবিন কেনার জন্য চিনকে আগেও আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সয়াবিনই দুই দেশের বাণিজ্যিক দূরত্ব মেটাতে পারে বলে দাবি করেছিলেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন