উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ করার জন্য ভারতকে চাপ দেওয়ার মার্কিন প্রচেষ্টার তীব্র সমালোচনা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, ভারত কখনোই এমন দাবির কাছে মাথা নত করবে না এবং কারও সামনে নিজেদের অপমানিত হতে দেবে না।
এদিন সোচিতে অনুষ্ঠিত ‘ভালদাই ডিসকাশন ক্লাব’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখার সময় রুশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভারসাম্যপূর্ণ এবং জ্ঞানী নেতা’ হিসেবে আখ্যায়িত করেন এবং মস্কো ও নয়াদিল্লির মধ্যে ‘বিশেষ’ সম্পর্ককে তাঁর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
পুতিন বলেন, “এখানে কোনও রাজনৈতিক দিক নেই। যদি ভারত আমাদের জ্বালানি সরবরাহ প্রত্যাখ্যান করে, তবে তারা নির্দিষ্ট ক্ষতির সম্মুখীন হবে। কেউ কেউ বলেন এটি প্রায় ৯-১০ বিলিয়ন ডলার হতে পারে। কিন্তু যদি তারা প্রত্যাখ্যান না করে, তবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এবং ক্ষতি একই হবে। তাহলে কেন ঘরোয়া রাজনৈতিক ক্ষতির ঝুঁকি নিয়েও প্রত্যাখ্যান করবে?”
পুতিন প্রশ্ন তোলেন, “ভারতের মতো একটি দেশের জনগণ রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং কারও সামনে নিজেদের অপমানিত হতে দেবে না। আর, আমি প্রধানমন্ত্রী মোদিকে জানি। তিনি নিজেও এই ধরনের কোনও পদক্ষেপ নেবেন না।” তিনি আরও জানান, মার্কিন শুল্কের কারণে ভারতের যে ক্ষতি হবে, তা রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে পুষিয়ে যাবে। এর পাশাপাশি এটি একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের মর্যাদা বাড়াবে।
এর পাশাপাশি পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর “বন্ধু” হিসেবে উল্লেখ করেন। তিনি এও জানান যে, মোদির সঙ্গে পারস্পরিক আস্থা ও বিশ্বাসপূর্ণ আলোচনায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি পিএম মোদিকে “ভারসাম্যপূর্ণ, জ্ঞানী” এবং “জাতীয়তাবাদী” নেতা বলে অভিহিত করেন।