Closed Indian Movies | একাধিকবার দুষ্কৃতীদের টার্গেট সিনেমা হল, কানাডায় বন্ধ ভারতীয় সিনেমা

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডায় (Canada) একাধিকবার দুষ্কৃতীদের টার্গেট সিনেমা হল (cinema hall)। বলা ভালো টার্গেট ভারতীয় সিনেমা। কারণ, ভারতীয় সিনেমা দেখানো হচ্ছে এমন একটি হল লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, এছাড়া আগুনও ধরানো হয়েছে।

গত সপ্তাহে পরপর এমন দু’টি ঘটনার পরে সিনেমা দেখানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কানাডার অন্টারিওর ওই সিনেমা হলটি। ঋষভ শেট্টির কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১ এবং পবন কল্যাণের দে কল হিম ওজি এই দু’টি সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছে।

প্রথম সিনেমা হলটিকে টার্গেট করা হয় ২৫ সেপ্টেম্বর ভোরে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ২ ব্যক্তি একটি গ্যাস ক্যানের সাহায্যে হলের গেটে আগুন ধরিয়েছিল। তবে সিনেমা হলের ভিতরে খুব বেশি ক্ষতি হয়নি। ওই ঘটনায় সিনেমা হল কর্তৃপক্ষের তরফে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করা হয়েছিল। ওই ফুটেজে দেখা গিয়েছে, একটি ধূসর রঙের চারচাকা গাড়ি এসে হলের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে হুডি পরা এক ব্যক্তি নেমে চারিদিক দেখে আবার গাড়িতে উঠে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে ফের ওই গাড়িটি ফিরে এল। এরপর আরও একটি সাদা রঙের এসইউভি হলের পার্কিং লটে এসে দাঁড়ায়। তারপরে ২ জন হলের গেটের সামনে এসে লাল রঙের জ্যারিকেন থেকে কিছু তরল জাতীয় জিনিস ঢেলে তারপর দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

ফের ২ অক্টোবর দ্বিতীয়বার ওই সিনেমা হলেই হামলা হয়। ওইদিন এক সন্দেহভাজন ব্যাক্তি মূল দরজার দিকে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। দুটি ঘটনাতেই সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ। এই হামলা দুটির ঘটনায় খালিস্তানপন্থীদের সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কী না সেব্যপারে পুলিশ কিছু জানায়নি।

ওই ঘটনার পর প্রাথমিকভাবে সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছিল, সিনেমা দেখানো থেকে তাঁরা কোনওভাবে পিছু হঠবেন না। কিন্তু পরে তাঁরা জানিয়েছেন, ওই দু’টি ভারতীয় সিনেমা প্রদর্শন আপাতত বন্ধ রাখা হচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন