CM Mamata Banerjee | না জানিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি: মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টির জের। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ একধাক্কায় অনেকটা বাড়িয়েছে ডিভিসি (DVC)। এর ফলে ফের একাধিক নদীতে বেড়েছে জল। প্লাবিত বহু এলাকা। এই আবহে ফের ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় মমতা লিখেছেন, ‘বিজয়া দশমী আনন্দ, উল্লাস আর নতুন আশার প্রতীক। অথচ পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে উৎসব শেষ করতে না দিয়ে ডিভিসি হঠাৎ জল ছেড়ে দিয়েছে। রাজ্যকে কোনও পূর্ব নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই কাজ উৎসবের দিনগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়।’ পাশাপাশি মমতা লিখেছেন, ‘বাংলাবিরোধী যেকোনো ষড়যন্ত্র সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াব। সত্যের জয় হবে। অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই।’

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে দক্ষিণ ওডিশার কাছে অবস্থান করছে নিম্নচাপ। ক্রমে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে ডিভিসির নিয়ন্ত্রিত বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিপদ এড়াতে পার্শ্ববর্তী গ্রাম ও নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন