Donald Trump | শান্তি চুক্তির ইঙ্গিত হামাসের! গাজায় অবিলম্বে হামলা বন্ধের জন্য ইজরায়েলকে নির্দেশ ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজায় (Gaza) শান্তি ফেরানোর উদ্দেশে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই প্রস্তাবে ইজরায়েল (Israel) সম্মতি জানালেও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস নীরব ছিল। অবশেষে এই প্রস্তাব মেনে নিয়ে শান্তি চুক্তি করার ইঙ্গিত দিয়েছে হামাস। তারপরই অবিলম্বে গাজায় হামলা বন্ধ করার জন্য ইজরায়েলকে নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, গাজায় সংঘর্ষ বন্ধ করতে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। শান্তি চুক্তির জন্য হামাসকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন তিনি। আর ওই প্রস্তাব না মানলে হামাসকে ‘নরকযন্ত্রণা ভোগ করতে হবে’ বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তারপরই একটি বিবৃতি দিয়ে হামাস জানিয়েছে, তারা শান্তিপ্রস্তাবের কিছু অংশ মেনে নিচ্ছে। পাশাপাশি সব পণবন্দিদের মুক্তি দেওয়ার কথাও জানিয়েছে হামাস। শুক্রবার ওই বিবৃতি দিয়েছে তারা। মার্কিন প্রসিডেন্ট জানান, ওই বিবৃতি দেখে তিনি বিশ্বাস করেন যে হামাস সেখানে দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রস্তত। হামাসের এই বিবৃতির পর গাজায় হামলা বন্ধ করার জন্য ইজরায়েলকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, পণবন্দিরা নিরাপদে এবং দ্রুত মুক্তি পেতে পারে তার জন্য অবিলম্বে গাজয় বোমা হামলা বন্ধ করতে হবে ইজরায়েলকে।

তিনি লেখেন, ‘হামাস যে বিবৃতি জারি করল, তার ভিত্তিতে মনে হচ্ছে ওরা দীর্ঘস্থায়ী শান্তিস্থাপনে রাজি। গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে ইজরায়েলকে। যাতে আমরা বন্দিদের নিরাপদে এবং দ্রুত বের করে আনতে পারি। এনিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এটা শুধু গাজার বিষয় নয়, এটা পশ্চিম এশিয়ায় বহুকাঙ্ক্ষিত শান্তির বিষয়।’ হামাসের তরফে জানানো হয়েছে, তারা মৃত বা জীবিত সব ইজরায়েলি পণবন্দিকে ছেড়ে দেবে। তবে তাদের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা শুরুর পরই।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন