Air-to-air missiles | আমেরিকা থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে পাকিস্তান, ট্রাম্প-শরিফ-মুনির সাক্ষাতের পর চুক্তি!

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার (US) হাত ধরে নিজেদের শক্তি বাড়াতে উদ্যোগ পাকিস্তানের (Pakistan)। জানা যাচ্ছে, ভারতের সঙ্গে সংঘাত আবহে এবার আমেরিকার অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল AMRAAM কিনতে চলেছে ইসলামাবাদ। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের পর এই চুক্তি প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর, আমেরিকার AIM-120 অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (Air-to-air missiles) কিনছে পাকিস্তান। এই চুক্তির মাধ্যমে এই মিসাইল প্রস্তুতকারী সংস্থা রেথিয়ন ইতিমধ্যেই ৪১.৬ মিলিয়ন ডলার পেয়েছে। এই চুক্তিতে ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান এবং সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তিমতো ২০৩০ সালের মে মাসের মধ্যে দেশগুলির হাতে তুলে দেওয়া হবে ক্ষেপণাস্ত্র।

শুধু পাকিস্তান নয়, সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্যোগী বাংলাদেশও। জানা যাচ্ছে, ২.২ বিলিয়ন মার্কিন ডলার খরচে বাংলাদেশ চিনের থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনতে চলেছে। জানা যাচ্ছে, ২০২৬-২৭ সালের মধ্যে এই বিমান বাংলাদেশ বায়ুসেনার অন্তর্ভুক্ত হবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন