উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পুজোয় ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা। বারুইপুর থানা এলাকার ঘটনা। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মেয়েটির প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আরেকজনের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতার চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বর রাতে প্রেমিকের সঙ্গে ঠাকুর দেখতে বের হয়েছিল নবম শ্রেণির পড়ুয়া ওই নাবালিকা। রাত ৮টা নাগাদ বারুইপুরের শাসন বালক সংঘের পুজো দেখে তারা। এরপর বারুইপুর বাইপাস থেকে প্রেমিকের বাইকে ওঠে মেয়েটি। ছেলেটির সঙ্গে তার দুই বন্ধু ছিল। তারা অপর একটি বাইকে ছিল। প্রত্যেকেই নাবালক।
নির্যাতিতার অভিযোগ, বাইপাস থেকে বাইকে চেপে তারা বেগমপুর কাটাখাল বাইপাসে যায়। সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে তাকে উত্তেজনাবর্ধক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। এরপর নাবালিকাকে নিয়ে একটি নির্জন গলিতে ঢুকে পড়ে ওই তিন নাবালক। অভিযোগ, সেখানে তিনজন তাকে ধর্ষণ করে। ২ অক্টোবর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। নাবালক প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। তবে তৃতীয় অভিযুক্ত অধরা। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের জেরা করা হচ্ছে।