উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেই ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা পুরো অমিত শায়ের খেলা। উনি তো অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো কাজ করেন।’ পাশাপাশি তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবই জানেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সব সময় অমিত শা কে বিশ্বাস করবেন না, একদিন উনি আপনার বড় মীরজাফর হয়ে যাবেন। প্রথম থেকেই খেয়াল করুন মর্নিং শোজ দ্য ডে।’ কেন্দ্রকে একহাত নিয়ে তৃণমূল নেত্রী সাফ জানান, ‘অনেক সরকার দেখেছি, কিন্তু এরকম সরকার আগে কখনও দেখিনি। এরা তো দেশটাকে পুরো শেষ করে দেবে। মনে রাখবেন, কোনও কিছুই স্থায়ী নয়।’
অন্যদিকে, এদিন ত্রিপুরা গিয়েছিলেন ছয় সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু আগরতলা বিমানবন্দরেই তৃণমূল প্রতিনিধি দলকে আটকানো হয় বলে অভিযোগ। এমনকি প্রিপেড ট্যাক্সিও ধরতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এনিয়ে ক্ষোভ উগরে মমতা বলেন, ‘আমি আগেই নির্দেশ দিয়েছি, দরকার হলে ওঁরা হেঁটে ঘুরবে। প্রতিনিধি দলকে আটকালে আমি নিজে যাব ত্রিপুরায়। আগেও আমাদের ওপর হামলা হয়েছে, ভয় পাই না।’ মমতার কথায়, ‘ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছি।’ একইসঙ্গে মিরিকে ত্রাণ পাঠানো, প্রায় ১ হাজার পর্যটককে বাসে করে কলকাতায় ফিরিয়ে আনার কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী।