উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) (SIR) সম্পন্ন হওয়ার পর এবার বাংলার পালা। বাংলায় খুব দ্রুত এসআইআর শুরু হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এনিয়ে এবার সরাসরি তদারকির জন্য রাজ্যে পৌঁছেছে নির্বাচন কমিশনের বিশেষ দল। এছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি।
দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধিদের বৈঠকের পর ১৫ অক্টোবরের পরই বাংলায় এসআইআর শুরু হতে চলেছে বলে জল্পনা তুঙ্গে। কারণ দিল্লি থেকে আসা টিমের তরফে বৈঠকে সেরকমই ইঙ্গিত মিলেছে বলে খবর। কমিশন চাইছে, বিজ্ঞপ্তির আগে এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক। যাবতীয় কাজ ১১-১৫ অক্টোবর শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বারবার কর্তারা ১১-১৫ অক্টোবরের সময়সীমার উল্লেখ করেছেন। তাতে মনে করা হচ্ছে, ১৫ অক্টোবরের পরই বাংলায় এসআইআর হতে পারে। জানা গিয়েছে, কমিশনের বিশেষ দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। প্রতি জেলায় এসআইআর নিয়ে রাজ্য কতটা প্রস্তুত রয়েছে, তা নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়।