Bangladeshi hilsa | ইলিশ চুরি রুখতে পদক্ষেপ বাংলাদেশের! নামানো হল যুদ্ধজাহাজ, আকাশপথেও নজরদারির ব্যবস্থা

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইলিশ (Bangladeshi hilsa) চুরি রুখতে পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। নামানো হল যুদ্ধজাহাজ। এমনকি আকাশপথেও নজরদারির ব্যবস্থা করেছে তারা। বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন নদী এবং উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিজস্ব জলসীমার মধ্যে আকাশপথে নজরদারির জন্য মোতায়েন হয়েছে ড্রোন এবং হেলিকপ্টার। প্রজননের মরশুমে ইলিশ ধরা আটকানোর জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা বলে জানানো হয়েছে।

বাংলাদেশের দক্ষিণ উপকূলরেখা এবং নিজস্ব জলসীমায় আকাশপথে নজরদারির জন্য ড্রোনগুলি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সে দেশের আধিকারিকরা। একইভাবে নিজেদের জলসীমার বিভিন্ন এলাকায় মোট ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করছে বাংলাদেশি নৌসেনা। এবিষয়ে বাংলাদেশের মৎস্য মন্ত্রকের ইলিশ বিভাগের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আহমেদের বক্তব্য, প্রজননের মরশুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে নদী এবং সামুদ্রিক জলপথে নজরদারি চালানো হচ্ছে। বাংলাদেশে ৪ অক্টোবর থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তিন সপ্তাহ ধরে চলা এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৫ অক্টোবর।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন