বহরমপুর: সামনেই আলোর উৎসব দীপাবলি! আর তার আগেই ঘোর অন্ধকার নেমে এল মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার অন্তর্গত বেলডাঙা এলাকার হালদার পরিবারে। একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে এদিন বুধবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতেরা হলেন সঞ্জিত হালদার, তার স্ত্রী মৌসুমী হালদার ও তাঁদের শিশুপুত্র রায়ান হালদার। ঘটনার পরই এলাকায় পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বহরমপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, পেশায় শ্রমিক সঞ্জিত হালদারের সঙ্গে বছর কয়েক আগে সামাজিকভাবেই বিয়ে হয় মৌসুমীর। তবে সম্প্রতি তাদের মধ্যে নানান কারণে দাম্পত্য কলহ লেগেই ছিল। এদিনও অশান্তি চরমে উঠলে পরিবারের কর্তা সঞ্জিত প্রথমে তার স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্রের সাহায্যে গলা কেটে খুন করে। পরে নিজে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
এদিন সঞ্জিতের মা ঘরে ঢুকে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে হতভম্ব হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।