প্যারিস : বিমান (Airplane) নির্মাণ শিল্পের দীর্ঘ চার দশকের প্রতিদ্বন্দ্বিতায় ইউরোপীয় সংস্থা এয়ারবাস (Airbus) একটি ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। তাদের এ৩২০ জেট বিমানটি মার্কিন প্রতিদ্বন্দ্বী বোয়িং-এর ৭৩৭ মডেলকে টপকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সরবরাহকৃত জেটলাইনারের খেতাব অর্জন করেছে।
এই সপ্তাহে সৌদি উড়ান সংস্থা ফ্লাইনাস-কে একটি এ৩২০ জেট সরবরাহের মাধ্যমেই রেকর্ডটি ভাঙে। ইউকে-ভিত্তিক পরামর্শদাতা সংস্থা সিরিয়ামের তথ্য অনুসারে, ১৯৮৮ সালে পরিষেবা শুরু করার পর থেকে এ পর্যন্ত মোট ১২,২৬০টি এ৩২০ জেট সরবরাহ করা হয়েছে।
এয়ারবাসের এই সাফল্যের মূল চাবিকাঠি ছিল ১৯৮৪ সালে তাদের এ৩২০ মডেলে প্রথমবারের মতো ‘ফ্লাই-বাই-ওয়্যার’ কন্ট্রোল সিস্টেম চালু করার সাহসী সিদ্ধান্ত। অন্যদিকে, দীর্ঘকাল ধরে বোয়িং ৭৩৭ মডেলটি বিক্রির শীর্ষে থাকলেও সাম্প্রতিক কালে দু’টি মারাত্মক দুর্ঘটনার পর বহু দেশে ৭৩৭ ম্যাক্স ফ্লিট বসিয়ে দেওয়া হয়। ফলে ক্ষতি হয়েছে তাদের ব্যবসার।