Fifteenth Finance Commission | গ্রামীণ উন্নয়নে পশ্চিমবঙ্গকে টাকা বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের, ৬৮০ কোটি পেল বাংলা

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রামীণ উন্নয়নের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের (Fifteenth Finance Commission) আওতায় পশ্চিমবঙ্গকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে ‘সংযুক্ত অনুদান’ খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসাবে এই টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে।

‘সংযুক্ত অনুদান’ খাতের অর্থ কোন কাজে খরচ করা হবে, সে সিদ্ধান্ত পঞ্চায়েতগুলি নিজেরাই নিতে পারে।স্থানীয় চাহিদা বা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই অর্থকে কাজে লাগানোর অধিকার রয়েছে পঞ্চায়েতের। রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, এলইডি বা সৌরবাতি লাগিয়ে রাস্তা আলোকিতকরণ, গ্রামে খেলার মাঠ তৈরি সহ নানা উন্নতিকল্পে এই টাকা খরচ করতে পারবে পঞ্চায়েতগুলো।

বুধবার পশ্চিমবঙ্গকে এই তহবিল হস্তান্তর করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। রাজ্যের ৩ হাজার ২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ২১টি জেলা পরিষদের কাছে এই তহবিল পৌঁছোবে বলে কেন্দ্রের পঞ্চায়েতিরাজ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। গত অর্থবর্ষে দু’টি কিস্তিতে ‘সংযুক্ত অনুদান’ খাতে এই টাকা পাঠানোর কয়েকদিনের মধ্যেই ‘আবদ্ধ অনুদান’ খাতের টাকাও ছাড়া হয়। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় গত এবং বর্তমান অর্থবর্ষ মিলিয়ে এই নিয়ে পশ্চিমবঙ্গ পেল মোট ৪ হাজার ১৮১ কোটি ২৩ লক্ষ টাকা। ৬৮০ কোটি টাকা ধরে গত অর্থবর্ষ থেকে এ পর্যন্ত ২ হাজার ৮২ কোটি ১৩ লক্ষ টাকা রাজ্য পেয়েছে ‘সংযুক্ত অনুদান’ খাতে। বাকি ২ হাজার ৯৯ কোটি ১০ লক্ষ টাকা পেয়েছে ‘আবদ্ধ অনুদান’ খাতে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন