West Bengal Group D & Cleck Job 2025: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি – ক্লার্ক, লাইব্রেরিয়ান পদে নিয়োগ,দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

দীর্ঘ প্রতিক্ষার অবসান! পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে লাইব্রেরিয়ান, গ্রুপ ডি (Group -D) ও গ্রুপ সি (Group -C) পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি ও মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে ও স্নাতক পাশে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্রুপ ডি পদে ৫৪৮৮ টি ও ক্লার্ক পদে ২৯৮৯ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

আজকের প্রতিবেদনে দেখে নিন কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, কোন পদে কত টাকা মাসিক বেতন ও আবেদন কতদিন পর্যন্ত চলবে বিস্তারিত খুটিনাটি দেখুন আজকের প্রতিবেদনে।

পদের নামঃ– গ্রুপ ডি (West Bengal Group D Vacancy 2025)।

শূন্যপদঃ– গ্রুপ ডি পদে মোট ৫৪৮৮ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতাঃ– Group D পদে আবেদন করার জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ থাকতে হবে।

বয়সঃ– গ্রুপ ডি পদে আবেদন করার জন্য কমপক্ষে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। SC/ST প্রার্থী ৫ বছর, OBC প্রার্থী ৩ বছর ও PH প্রার্থীরা ৮ বছর বয়সের ছাড় পাবেন, বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী।

বেতমঃ– গ্রুপ ডি পদে বেতন থাকবে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী।

পদের নামঃ– ক্লার্ক (West Bengal Group C Vacancy 2025)

শূন্যপদঃ– ক্লার্ক পদে মোট শূন্যপদ ২৯৮৯ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ– Clerk পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কমপক্ষে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।

বয়সঃ– ক্লার্ক পদে আবেদন করার জন্য কমপক্ষে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। SC/ST প্রার্থী ৫ বছর, OBC প্রার্থী ৩ বছর ও PH প্রার্থীরা ৮ বছর বয়সের ছাড় পাবেন, বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী।

বেতনঃ– ক্লার্ক পদে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

পদের নামঃ– লাইব্রেরিয়ান (West Bengal Librarian Job Vacancy 2025)।

শিক্ষাগত যোগ্যতাঃ– লাইব্রেরিয়ান পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। এর পাশাপাশি লাইব্রেরি সাইন্স ডিগ্রি থাকতে হবে।

বয়সঃ– এই পদে আবেদন করার জন্য কমপক্ষে ২০ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। SC/ST প্রার্থী ৫ বছর, OBC প্রার্থী ৩ বছর ও PH প্রার্থীরা ৮ বছর বয়সের ছাড় পাবেন, বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী।

আবেদন ফিঃ– গ্রুপ ডি ও গ্রুপ সি পদে SC/ST/PH প্রার্থীদের ১৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। অপরদিকে জেনারেল/OBC/EWS প্রার্থীদের ৪০০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের Group D ও Group C পদে অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য wbssc এর অফিসিয়াল পোর্টালে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন শেষ করতে হবে।

আবেদন শুরুঃ– ০৩/১১/২০২৫ তারিখ।
আবেদন শেষঃ– ০৩/১২/২০২৫ তারিখ।

West Bengal Group D & Group C Job Online Apply Link:- Apply Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন