PM Modi | গাজায় ‘ঐতিহাসিক’ শান্তি চুক্তিতে ট্রাম্পকে অভিনন্দন মোদির, আলোচনায় দ্বিপাক্ষিক বানিজ্য!

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ গাজায় প্রস্তাবিত ‘ঐতিহাসিক’ শান্তি পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ শেষ করার পথে চুক্তিটিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। একই সঙ্গে দুই রাষ্ট্রপ্রধান ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন এবং আগামী সপ্তাহগুলিতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী মোদি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ (পূর্বের টুইটার) পোস্ট করে এই দ্বিপাক্ষিক আলোচনার কথা নিশ্চিত করেছেন। তিনি লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বললাম এবং তাঁকে ঐতিহাসিক গাজা শান্তি চুক্তির সফলতার জন্য অভিনন্দন জানালাম। বাণিজ্য বিষয়ক আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহগুলিতে ঘনিষ্ঠ যোগাযোগে থাকার বিষয়ে একমত হয়েছি।”

প্রসঙ্গত, ইজরায়েল আজ নিশ্চিত করেছে যে, গাজা যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির প্রথম পর্বের চুক্তিটি সকল পক্ষের দ্বারা স্বাক্ষরিত হয়েছে। ইজরায়েলের সরকারি মুখপাত্র শশ বেড্রোসিয়ান জানিয়েছেন, এই চুক্তির ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে (যা সোমবার নাগাদ হবে) জীবিত ও মৃত সকল ইজরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে গাজা থেকে ইজরায়েলি সামরিক বাহিনী আংশিকভাবে প্রত্যাহার করা হবে এবং শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, এই চুক্তিটি গত মাসে ট্রাম্পের ঘোষিত ২০-দফা শান্তি পরিকল্পনার অংশ। চুক্তি অনুযায়ী, গাজায় মানবিক সহায়তার দ্রুত সরবরাহ নিশ্চিত করা হবে, যেখানে জাতিসংঘ ইতিমধ্যেই দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে। তবে ট্রাম্পের বৃহত্তর পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার প্রশাসনে তাঁর নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের গঠনের মতো বিষয়গুলি নিয়ে এখনও আলোচনা বাকি রয়েছে। এই আবহে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী রবিবার জেরুজালেম সফরে যেতে পারেন বলে জানা গিয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন