Durgapur Gang Rape | রাত সাড়ে ১২টায় কীভাবে ক্যাম্পাস থেকে বের হল? দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রশ্ন মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে তৃণমূল সরকারকে তোপ দেগেছে বিজেপি। এই প্রসঙ্গে এবার প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ করতে বলেছেন তিনি। গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

তবে ওই ছাত্রী রাত সাড়ে ১২টায় কীভাবে ক্যাম্পাস থেকে বাইরে বের হল, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বেসরকারি মেডিকেল কলেজেরও তো একটা দায়িত্ব আছে। ওদের উচিত পড়ুয়াদের, বিশেষ করে মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়া।’ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসেন, আমি তাঁদের অনুরোধ করব, রাতে না বেরোতে। কারণ পুলিশ তো জানতে পারে না, কে কখন বেরিয়ে যাচ্ছে। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।’

ওই ডাক্তারি পড়ুয়া ওডিশার জলেশ্বরের বাসিন্দা। শুক্রবার রাতে তিনি এক বন্ধুর সঙ্গে মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে ঘুরতে যান। সেই সময় পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই তরুণীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। বছরখানেক আগে কলকাতার আরজি কলেজে মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় উত্তাল হয়েছিল বাংলা তথা দেশ। ঘটনার স্মৃতি আজও টাটকা। তার রেশ কাটতে না কাটতে ফের এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন