স্ত্রীকে খুনের পর প্রমাণ লোপাটে আত্মহত্যার গল্প? মৃতার পরিবারকে ঝুলন্ত দেহের ছবি পাঠাল গুণধর স্বামী!

By Bangla News Dunia Dinesh

Published on:

ডোমকল: দাবি মতো পণের টাকা না মেটানোয় খুন হতে হল এক গৃহবধূকে। তবে এখানেই শেষ নয়। এই খুনের ঘটনাকে আত্মহত্যার রুপ দিতে ওই গৃহবধূর দেহ ঝুলিয়ে দেওয়া হল ঘরের সিলিংয়ে! তারপর সেই ঝুলন্ত দেহের ছবি পাঠানো হল মৃতার পরিবারের কাছে। সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল এলাকা। মৃত গৃহবধূর নাম সাবিনা। ঘটনায় অভিযুক্ত তাঁর স্বামী রাজেশ মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেশের সঙ্গে সামাজিক মতেই বিয়ে হয়েছিল সাবিনার। বিয়ের কয়েক মাস দিব্যি সুখে সংসার করলেও, তারপরেই শুরু হয় চরম কলহ। সাবিনার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নাকি অতিরিক্ত পণের দাবিতে সাবিনার উপর অকথ্য শারীরিক অত্যাচার চালাতো। সাবিনার পরিবারের অভিযোগ, পণের দাবিতে এদিন অশান্তি চরমে উঠলে রাজেশ শ্বাসরোধ করে খুন করে সাবিনাকে। তারপর এই খুনের ঘটনাটি ধামাচাপা দিতে আত্মত্যার গল্প ফাঁদে সে। সেই মতই সাবিনার দেহটি সিলিংয়ে ঝুলিয়ে সেই ঝুলন্ত দেহের ছবি পাঠায় তাঁর পরিবারের লোককে। ঘটনায় অভিযুক্ত রাজেশের শাস্তির দাবিতে সরব হয়েছেন নিহত সাবিনার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন