উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণকাণ্ডে (Durgapur gang rape) তোলপাড় সর্বত্র। এই ঘটনায় ইতিমধ্যে সব অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্তও। এবার ঘটনার রাতের ভয়াবহ বর্ণনা দিয়েছেন নির্যাতিতা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই মেডিকেল ছাত্রী জানিয়েছেন, ঘটনার রাতে এক বন্ধুর সঙ্গে তিনি খাবার খেতে ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেইসময় একটি গাড়িতে থাকা কয়েকজন যুবক তাঁদের ধাওয়া করে। তাঁর কথায়, ‘দেখলাম, তিনজন ছিল। ওরা গাড়ি ফেলে আমাদের দিকে আসছিল। আমরা ভয় পেয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করি। ওরা পিছন থেকে এসে আমাকে ধরে ফেলে, টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতরে।’
নির্যাতিতা জানান, ‘ওরা আমার ফোন ছিনিয়ে নিয়ে বলে, বন্ধুকে ডেকে আনতে। বন্ধু না এলে ওরা জঙ্গলের আরও ভিতরে নিয়ে যায়। চিৎকার করলে আরও লোককে ডেকে আনা হবে বলে জানায় ওরা, তারাও একই কাজ করবে।’
ওডিশার (Odisha) বাসিন্দা ওই যুবতী দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার রাতে কলেজের বাইরে জঙ্গলে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন ওই কলেজের প্রাক্তন নিরাপত্তারক্ষী, একজন স্থানীয় হাসপাতালের কর্মী, আরেকজন পুরসভার অস্থায়ী কর্মী রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার চিকিৎসা চলছে। তাঁর মানসিক অবস্থার দিকেও নজর রাখছেন চিকিৎসকরা। নির্যাতিতার পরিবার জানিয়েছে, তাঁরা যত দ্রুত সম্ভব মেয়েকে ওডিশায় নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান।