উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে উত্তরবঙ্গে (North Bengal) রয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। আর মঙ্গলবার সেখান থেকেই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর নিয়ে একটি বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভবানীপুর এলাকা পুরো বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। এতে জনবিন্যাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।’
মঙ্গলবার কলকাতার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ভবানীপুর বিধানসভার তৃণমূলের (TMC) তরফে বিজয়া সম্মিলনীর (Vijaya Sammilani) আয়োজন করা হয়েছিল। যেহেতু উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন। তাই প্রথমে ঠিক হয়েছিল, সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে তা সম্ভব হয়নি। এরপর কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে দার্জিলিং থেকে দলীয় নেতা-কর্মীদের বার্তা দেন।
সেখানে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিতে গিয়ে ভবানীপুর বিধানসভা নিয়ে এমন অভিযোগ করেন। তাঁর কথায়, ‘যদি নতুন করে ভোটার লিস্ট হয়, তাহলে প্রত্যেককে আবার নতুন করে সবকিছু করতে হবে। সেক্ষেত্রে বিএলএ-দের দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। পুরো একটা প্ল্যানিং করে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। আউটসাইডার নামে যাঁরা বেঙ্গলে থাকেন, তাঁদের আমি আউটসাইডার বলছি না। যাঁরা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে, কাউকে লোকালি কিছু টাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সেইসব জায়গায় যাঁরা ফ্ল্যাট কিনছেন তাঁরা জল, ড্রেনেজ সিস্টেম কিছু পাচ্ছেন না।’
তিনি আরও বললেন, ‘আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। যা আমি সাপোর্ট করি না। এভাবে ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তাদের আমরা বাংলার বাড়ি করে দিতে পারি। গরিব মানুষজনকে প্রোটেকশন দিতে আমাদের কোনও সমস্যা নেই।’