মাত ১০০ টাকায় ঘরে আনুন Jio Bharat 2 ফোন! দূর্দান্ত ফিচারে বাজার কাঁপাচ্ছে

By Bangla News Dunia Dinesh

Published on:

Jio Bharat: ভারতবাসীর জন্য ফের এক যুগান্তকারী পদক্ষেপ নিল জিও কোম্পানি।কেননা মাত্র কয়েকশো টাকার বিনিময়ে পাচ্ছেন জিও এর এই স্মার্ট ফোন। আপনি যদি দীর্ঘদিন ধরে কমদামে এমন একটা স্মার্ট ফোন খুঁজে থাকেন তাহলে এই সুযোগ আপনার জন্য। এখন মাত্র ১০০ টাকা দিয়ে ঘরে আনতে পারেন জিও এর দারুণ স্মার্ট ফোন। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে। নিচে দাম, কারা পাবেন এবং কীভাবে পাবেন তা সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল –

নতুন প্রজন্মের সাশ্রয়ী ফিচার ফোন

যদিও গত বছর জিও “Jio Bharat” নামের একটি ফোন বাজারে এনেছিল। এবার সেই সিরিজের আপগ্রেডেড ভারশন হিসেবে এসেছে Jio Bharat B2
এই সংস্থার দাবি, এটি কেবল একটি ফিচার ফোন হবে না, বরং ডিজিটাল কানেক্টিভিটির নতুন দিগন্ত খুলে দেবে সাধারণ মানুষের জন্য।
বড় কথা অত্যন্ত কম দামে আধুনিক সুবিধা এনে দিয়েছে এই ফোনটি, যাতে স্মার্টফোনের কিছু প্রধান বৈশিষ্ট্যও যুক্ত রয়েছে।

Jio Bharat B2 এর দাম ও বুকিং প্রক্রিয়া

এদিকে জিও কোম্পানির জানিয়েছে, এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯ টাকা হইতে
গ্রাহকরা মাত্র ১০০ টাকা দিয়েই প্রি-বুকিং করতে পারবেন আপনিও।
তবে এই ফোনের একাধিক ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে, যার মধ্যে টপ মডেলের দাম ১৭৯৯ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানা যায়।

এই ফোনটি জিও স্টোর, অনলাইন প্ল্যাটফর্ম এবং অন্যান্য রিটেল দোকান থেকেও কেনা যেতে পারে।
বুকিংয়ের পর খুব অল্প সময়ের মধ্যেই ফোনটি ডেলিভারি করা হবে বলে জানানো যায় সংশ্লিষ্ট সংস্থার তরফে।

Jio Bharat B2 এর প্রধান ফিচারসমূহ

যদিও এটি একটি ফিচার ফোন মাত্র, তবুও এতে এমন কিছু ফিচার রয়েছে যা একে সাধারণ ফোন থেকে আলাদা করে তুলে দিয়েছে।
এই ফোনের মূল আকর্ষণ হল এর “Safety Shield Feature” যা বয়স্ক ও শিশু ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে থাকে।

১. শক্তিশালী ব্যাটারি

এই ফোনে দেওয়া হয়েছে ২০০০ mAh ক্ষমতার ব্যাটারি পরিষেবা, যা একবার চার্জ দিলে দীর্ঘ সময় কথা বলার সুযোগ করে দেবে।
যারা বারবার চার্জ দিতে চান না, তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প হতে চলেছে।

২. ২.৪ ইঞ্চি ডিসপ্লে

এই ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির পরিষ্কার ও উজ্জ্বল ডিসপ্লে, যা ফিচার ফোন হিসেবেও দারুণ ব্যবহারযোগ্য হতে পারে। ফন্ট ও মেনুগুলি সহজভাবে সাজানো হয়েছে যাতে বয়স্ক ব্যবহারকারীরাও সহজে ব্যবহার করতে পারেন।

৩. ইউপিআই পেমেন্ট সুবিধা

বর্তমানে ডিজিটাল লেনদেনের যুগে জিও এই ফোনে এনেছে UPI Payment সাপোর্ট করার জন্য।
এর ফলে স্মার্টফোন ছাড়াও এখন থেকে সাধারণ ফিচার ফোনের মাধ্যমেই টাকা পাঠানো যাবে, বিল পরিশোধ বা রিচার্জ করা সম্ভব।

৪. সেফটি শিল্ড ফিচার

এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর Safety Shield Feature সমূহ
এই ফিচারের মাধ্যমে ফোনটি যেকোনো স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে Jio Companion App ব্যবহার করে।
এভাবে এই ফোন ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করা যাবে, এর জন্য বিশেষ করে যদি ফোনটি কোনো শিশু বা বয়স্ক মানুষের হাতে থাকে।
এছাড়াও জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগের সুযোগ দেবে এই ফিচার।

৫. ৪৫৫টিরও বেশি লাইভ চ্যানেল

জিওর আরেকটি বড় চমক হল লাইভ টিভি সার্ভিস দেওয়া।
এই ফোনে অন্তর্ভুক্ত রয়েছে ৪৫৫টিরও বেশি লাইভ চ্যানেল, যা ব্যবহারকারীদের বিনোদনের জগতে যুক্ত রাখতে সহায়তা করবে।
এটি এমন একটি সুবিধা যা আগে কোনো ফিচার ফোনে দেখা যায়নি।

কারা এই ফোন কিনতে পারেন

Jio Bharat B2 মূলত এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা স্মার্টফোন ব্যবহার করতে চান না বা করতে পারেন না,
কিন্তু তবুও ডিজিটাল কানেক্টিভিটির সুবিধা নিতে আগ্রহী
বয়স্ক মানুষ, গ্রামীণ অঞ্চলের ব্যবহারকারী, এবং যারা শুধু কল ও পেমেন্ট ফিচার চান — তাদের জন্য এই ফোন আদর্শ হতে পারে।

এছাড়াও, বাবা-মায়েরা তাঁদের সন্তানদের প্রথম ফোন হিসেবে এই মডেলটি দিতে পারেন কারণ এর মাধ্যমে সহজে ট্র্যাক করা যাবে সন্তানের অবস্থান এবং নিরাপত্তা সম্পর্কে।

ডিজিটাল ইন্ডিয়া অভিযানে নতুন দিগন্ত

রিলায়েন্স জিও শুরু থেকেই ভারতের ডিজিটাল পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি হতে চলেছে।
সাশ্রয়ী ইন্টারনেট ও প্রযুক্তি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে তারা ক্রমাগত কাজ করে চলেছে।
Jio Bharat B2 সেই ধারারই একটি অংশ, যেখানে কম দামে সর্বাধিক ফিচার এনে সাধারণ ব্যবহারকারীর জীবন সহজ করতে চায় এই সংস্থা।

এই ফোনের মাধ্যমে গ্রামীণ ও নিম্ন আয়ের শ্রেণির মানুষও ডিজিটাল সুবিধা যেমন পেমেন্ট, বিনোদন ও যোগাযোগ ব্যবস্থার অংশ হতে চলেছে।

প্রযুক্তি ও নিরাপত্তার মিলন

আমরা জানি সাধারণত ফিচার ফোনে নিরাপত্তা বা লোকেশন ট্র্যাকিংয়ের সুবিধা থাকে না।
কিন্তু Jio Bharat B2 তে থাকা “Safety Shield” ফিচার সেই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে।
এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর তাদের জন্য যারা একা বাস করেন বা যাদের বয়স অনেক বেশি।

সংস্থার Companion App এর মাধ্যমে ফোন ব্যবহারকারীর অবস্থান জানা ছাড়াও জরুরি কন্টাক্টের সঙ্গে দ্রুত যোগাযোগ সম্ভাবনা করবে।
এটি অনেকটাই স্মার্টফোনের Family Safety অ্যাপের মতো কাজ করে।

অনলাইন ও অফলাইন বিক্রয়

এদিকে জিও জানিয়েছে, ফোনটি পাওয়া যাবে দেশের সব জিও স্টোরে গিয়ে এবং অনলাইন প্ল্যাটফর্মেও পেতে পারেন।
গ্রাহকরা রিলায়েন্স ডিজিটাল, জিওর অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য ই-কমার্স সাইট থেকে এটি বুক করতে পারবেন এখুনি।
ফোনের ডেলিভারি শুরু হবে খুব শীঘ্রই।

রিলায়েন্স জিওর লক্ষ্য

রিলায়েন্স জিওর অন্যতম লক্ষ্য সবসময়ই ভারতের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়া।
তারা চায় প্রতিটি মানুষ যেন প্রযুক্তির সুবিধা পেতে পারেন
Jio Bharat B2 সেই প্রচেষ্টারই এক বড় পদক্ষেপ হতে চলেছে, যা ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও বাস্তব করবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন