জঙ্গিপুর: এবার হাসপাতাল চত্বরকেই নিরাপদ হিসেবে বেছে নিল জাল নোটের কারবারিরা! যদিও তাতে শেষ রক্ষা হল না। পুলিশের জালে বমাল গ্রেপ্তার হল চক্রের মূল পাণ্ডা এক মহিলা সহ মোট ৩ জাল নোটের কারবারি। মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করা হয় এদের। মহিলার মাধ্যমে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও এই জাল নোটের কারবার চালিয়ে আসছিল চক্রটি।
জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় সামসেরগঞ্জ থানার পুলিশ। সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় এক মহিলা সহ তিনজনকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জালনোট। এই নোট গুলি সবই ৫০০ টাকার। এরপরেই গ্রেপ্তার করা হয় চক্রের মূল পাণ্ডা মারিয়াম বিবি, খাবির শেখ এবং বেলাল হোসেন। ধৃতরা প্রত্যেকেই মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা।
সামশেরগঞ্জ থানায় সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া জানান, এই জালনোট গুলি মালদার বৈষ্ণবনগর থেকে আনা হচ্ছিল। এই চক্রের অন্যতম মারিয়াম বিবির মাধ্যমেই এই জাল নোট পাচার চলছিল। তার মাধ্যমে দক্ষিণবঙ্গ হয়ে বিভিন্ন জেলায় এই জাল নোট পৌঁছে যাচ্ছিল। তবে এদিন এই বিপুল পরিমাণ জালনোট কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। দু’দিনের ব্যবধানে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উল্লেখ্য, গত শনিবারও সামশেরগঞ্জের ধুলিয়ান কলাবাগান ঘাট থেকে জাল নোট সহ দুজনকে গ্রেপ্তার করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২ লক্ষ টাকার জালনোট। বুধবার ধৃত তিনজনকে পাঠানো হয়েছে জঙ্গিপুর আদালতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।