রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল : বালি পাচার মামলায় আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান। বৃহস্পতিবার সাতসকালে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের মুর্গাশোলে বালি ব্যবসায়ী সীতারাম বাগারিয়ার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তরফে অভিযান চালানো হয়। এনিয়ে শুরু হয়েছে চর্চা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাগাড়িয়া পরিবারের সদস্যরা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরই ওই বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা। ওই দলে সবমিলিয়ে প্রায় ৪০ জন আছেন। এর মধ্যে প্রায় ১০-১২ জন ইডি আধিকারিক। তাঁরা এদিন প্রথমে বাগাড়িয়া পরিবারের সমস্ত সদস্যর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন। তারপর শুরু হয় জেরা ও তল্লাশি। সূত্রের খবর, ওই ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন জেলায় বালির ঘাট চালান। সেই সূত্রে কোটি কোটি টাকার লেনদেন। তাঁর বিরুদ্ধে বালি পাচার ও বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে। মনে করা হচ্ছে, এই কারণেই আসানসোলে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
আসানসোল চেম্বার্স অফ কমার্সের সম্পাদক শম্ভুনাথ ঝা এদিন সকালে খবর পেয়ে সীতারাম বাগারিয়ার বাড়িতে যান। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। ব্যবসায়ীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি তিনি। শম্ভুনাথ বলেছেন, ‘চেম্বার অফ কমার্সের সদস্য বাগারিয়ার বাড়িতে ইডি অভিযান চালাচ্ছে। তবে কেন এই অভিযান জানি না। আমরা বাগারিয়া পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’
আসানসোলের পাশাপাশি ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর ও লালগড়ে বালি খাদান চালানো একটি সংস্থার অফিসে ইডির অভিযান চলছে বলে খবর।