উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এসআইআর (SIR) নিয়ে ক্রমশ ছড়াচ্ছে উত্তাপ। এসবের মাঝেই এবার চাঞ্চল্য ছড়াল নৈহাটি (Naihati)-র ভোটার লিস্ট নিয়ে। জানা গিয়েছে, নৈহাটির ভোটার লিস্টে পাকিস্তানের করাচির বাসিন্দার (Pakistan Citizen in Naihati) নাম রয়েছে। তাঁর নাম সালেয়া খাতুন। এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা অর্জুন সিং। পড়শি দেশের নাগরিকের নাম কীভাবে নৈহাটির ভোটার তালিকায় উঠল সেই প্রশ্ন তুলেছেন তিনি। তবে সেই তথ্য যে ভুল নয়, তা স্বীকার করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দেব।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে সালেয়ার পাকিস্তানি নাগরিক হওয়ার নথি মেইল করে পাঠিয়েছেন অর্জুন সিং। স্ত্রী যে পাকিস্তানি সেই কথা স্বীকার করে নিয়েছেন সালেয়ার স্বামী। তিনি জানিয়েছেন, ১৯৯১ সালে সালেয়া করাচি থেকে এখানে এসেছেন। ভোটার তালিকায় নাম উঠেছিল ২০০৮ সালের আগে। সেই থেকেই ভোট দিতেন। জানা গিয়েছে, সম্প্রতি প্রশাসনের উদ্যোগে বাতিল হয়েছে সালেয়ার পাসপোর্ট। কূটনৈতিক টানাপোড়েনে রিনিউ হয়নি ভিসা। ফলত অবৈধভাবে বাংলায় রয়ে গিয়েছেন তিনি। পরিবারের দাবি, প্রশাসন মানবিকতার খাতিরে তাঁকে বৈধ পাসপোর্ট দিক।