CM Mamata Banerjee | মমতার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার অনুমতি পেল না মামলাকারী সংগঠন, প্রত্যাহারের অনুমতি সুপ্রিম কোর্টের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে যে আদালত অবমাননা মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিতে বাধ্য হল মামলাকারী সংগঠন। মামলা করার অনুমতি দেননি অ্যাটর্নি জেনারেল। এরপরই সেই মামলা প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে। সেই অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত অনুমতি দেওয়ায় বৃহস্পতিবার মামলা প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের ওই সংক্রান্ত রায় নিয়ে কোনো মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল আদালত অবমাননার শামিল। সেই কারণে তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘আত্মদীপ’ নামে একটি সংস্থা। অতীতে এই মামলায় মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বিআর গাভাই বলেছিলেন, ‘কোর্টকে রাজনীতির জায়গা করবেন না। রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন।’

কোনো নির্দিষ্ট মামলার সঙ্গে যুক্ত কারও বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলে আলাদা করে অ্যাটর্নি জেনারেলের অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু এসএসসি ২৬ হাজার চাকরি বাতিলের মামলার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর কোনো যোগ নেই। তিনি ওই মামলার অংশ নন। বাইরে থেকে সাংবিধানিক পদাধিকারী হিসাবে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা হলে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এবং হাইকোর্টে মামলা হলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুমতি লাগে। মমতার বিরুদ্ধে মামলায় ওই অনুমতি মিলল না। অ্যাটর্নি জেনারেলের অনুমতি না মেলায় মামলা প্রত্যাহারের অনুমতি চায় সংশ্লিষ্ট সংগঠন। প্রধান বিচারপতির বেঞ্চ এদিন সেই অনুমতি দিয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন