Bangla News Dunia, রিয়াঙ্কা মজুমদার :- চলতি মাসের ১৪ তারিখ কলেজস্ট্রিটের একটি অভিজাত গ্রন্থ-বিপনীতে ছিল ‘কবিতার গল্প’ পত্রিকার উৎসব সংখ্যার প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠান। আবৃত্তিতে ছিলেন ‘পদ্যঘর’ -এর কর্ণধার অনিন্দ্য সুন্দর রায় এবং পৌলমী ঘোষ। এ ছাড়াও আয়োজন করা হয়েছিল একটি কবিতা পাঠের ঘরোয়া আসর। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ‘তরঙ্গ’ -এর কর্ণধার নীতি। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুমিতাভ ঘোষাল, সুদীপ্তা চৌধুরী, টিউলিপ মিত্র, মারিয়াম, রূপ বন্দ্যোপাধ্যায়, নীলাদ্রি দত্ত, অর্ক ঘোষ, রাজেশ চট্টোপাধ্যায় প্রমুখ। ‘কবিতার গল্প’ পত্রিকার সহ-সম্পাদক দীপিকা সাহা বলেন, -‘পত্রিকার প্রচ্ছদ প্রকাশকে কেন্দ্র করে সকলের এই উন্মাদনা দেখে আমরা ভীষণ ভীষণ খুশি। আগামীদিনে পত্রিকাটিকে নিয়মিত করবার উদ্যোগ চলছে।’