এক মাসের মধ্যে পুরসভাগুলিতে রদবদলের ইঙ্গিত অভিষেকের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly elections) রয়েছে। তার আগে তৃণমূল কংগ্রেস একের পর এক সাংগঠনিক রদবদল করেই চলেছে। এবার নজর পুরসভাগুলির দিকে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বৃহস্পতিবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দলের সাংগঠনিক রদবদলের পাশাপাশি হতে বিভিন্ন পুরসভাতেও রদবদল হতে চলেছে।

রাজ্যের বিভিন্ন পুরসভার কাজের মান ও তৃণমূল সংগঠনের কার্যকারিতা নিয়ে গত কয়েক মাস ধরে খতিয়ে দেখা হচ্ছে। কোথায় প্রশাসনিক সাফল্য এসেছে, আর কোথায় জনসংযোগ ও তৃণমূল স্তরে গাফিলতি রয়েছে তার বিস্তারিত রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে জমা পড়েছে।

ওই রিপোর্টের ভিত্তিতে এক মাসের মধ্যে একাধিক পুরসভায় বড়সড় রদবদল হতে পারে বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন অভিষেক।

অভিষেক জানিয়েছেন, দলে কাজ না করা নেতাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিতে চলেছে তৃণমূল। যাঁরা সংগঠনে থেকেও দলের কাজ করেননি বা এলাকায় তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দলনেত্রীর নির্দেশে পারফরম্যান্স রিভিউ প্রক্রিয়াটি এখন থেকে নিয়মিতভাবে চালু থাকবে।

বহু ক্ষেত্রে দলীয় অন্তর্দ্বন্দ্ব, দলীয় নেতাদের আল টপকা মন্তব্য, পরস্পরের মধ্যে কথা কাটাকাটির মত ঘটনাগুলি দলের ভাবমূর্তিকে নষ্ট করছে। সেক্ষেত্রে কড়া অবস্থান নেবে দল।

রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক নির্বাচনগুলিতে ফলাফল এবং গ্রামীণ ভোটে দলীয় অবস্থান ধরে রাখতে এখন থেকেই শৃঙ্খলা ফেরাতে চাইছে শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে দল। দলের ভিত শক্ত করার পাশপাশি ভোটের প্রস্তুতি নিতে ও জনসংযোগ বাড়াতে পুরসভা থেকে শুরু করে প্রতিটি স্তরে কার্যকর নেতৃত্ব গড়ে তোলাই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য।

সব মিলিয়ে ঘনিষ্ঠ মহলে অভিষেক স্পষ্ট করে দিয়েছেন যে আগামী দিনগুলোতে কাজের প্রমাণ দিতে না পারলে দল থেকে বাদ পড়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন