WB EWS Certificate Application: আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কি এখনো পর্যন্ত কোনো সংরক্ষণ ক্যাটাগরিতে আসতে পারেননি অথবা আপনি ওবিসি কিংবা জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন? তাহলে আপনার জন্য দারুন সুযোগ দিয়েছে রাজ্য সরকার।কেননা সম্প্রতি এক চাকরির পরীক্ষার রেজাল্ট বেরোতেই EWS সার্টিফিকেট নিয়ে চাঞ্চল কর তথ্য এসেছে। যেখানে জেনারেল ক্যাটাগরি একশোর মধ্যে নূন্যতম ৪৯ পেয়ে পাস করেছে সেখানে মাত্র ১১ পেয়ে EWS থেকে প্রচুর ক্যান্ডিটেড সুযোগ পেয়েছে।তাহলে বর্তমানে আমাদের রাজ্যে এই সার্টিফিকেট এর প্রয়োজনীয়তা কতটুকু সেটা অনেকের আন্দাজ হয়ে গেছে।
সম্পর্কিত পোস্ট
Jio মাত্র ₹75 টাকায় দিচ্ছে আনলিমিটেড কলিং ও ডেটা, দেখুন বিস্তারিত – Jio Dhamaka Offer
সংরক্ষণ রয়েছে তার মধ্যে অন্যতম হলো EWS। যদিও এর আগে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের শুধু এই সার্টিফিকেট দেওয়া হতো তবে এখন ওবিসিতেও এর সুবিধা দেওয়া হচ্ছে এমনটাই সাম্প্রতিক হাইকোর্ট কর্তৃক জানানো হয়েছে। তবে কি সেই যোগ্যতা যা থাকলে এই সার্টিফিকেট পাওয়া যাবে তা সম্পর্কে জানতে নিচের শেষ পর্যন্ত দেখুন।
আমাদের দেশে মূলত বিভিন্ন ধরনের সংরক্ষিত ক্যাটাগরি রয়েছে তার মধ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতি সঙ্গে বিশেষভাবে অক্ষম সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু বর্তমানে এমন একটি সংরক্ষণ সার্টিফিকেট নিয়ে চাঞ্চল তথ্য ছড়িয়ে আছে যা না জানলে আপনি পড়ে পস্তাতে পারেন। EWS সার্টিফিকেট এখন এতই প্রয়োজনীয়তা হয়ে উঠেছে যেখানে ৪৯ পেয়ে কেউ সুযোগ পায় না অন্য জায়গায় এই সার্টিফিকেট নিয়ে মাত্র ১১ নম্বর নিয়ে সুযোগ পেয়ে যাচ্ছে।
এবার প্রশ্ন হল কিভাবে সার্টিফিকেট বানাবেন বা কি কি যোগ্যতা লাগবে –
সব থেকে বড় কথা হল এক্ষেত্রে আপনি সেন্ট্রাল কিংবা রাজ্য উভয় ভাবে এই সার্টিফিকেট বানাতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই ভারতের বাসিন্দা কিংবা যেকোন রাজ্যের বাসিন্দা হতে হবে। আপনাকে নির্দিষ্ট সেই ক্যাটাগরির বা সেই কাস্টের মধ্যে থেকে হতে হবে যা এই সার্টিফিকেট প্রদান করার জন্য যোগ্য হয়ে আছে।এরপর আপনার পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম হতে হবে। সঙ্গে আপনার বাসিন্দা প্রমান ও অন্যান্য জরুরি সমস্ত ডকুমেন্টস থাকতে হবে।
এবার প্রশ্ন হলো কিভাবে আবেদন করতে পারবেন :
এজন্য আবেদন করতে আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট আবেদন ওয়েবসাইটে যেতে হবে। এখানে গিয়ে আপনাকে ই ডাবলু এস সেকশনে গিয়ে সে আবেদন ফরমটি চালু করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে এবং আপনাকে জরুরি সমস্ত তথ্য দিতে হবে। এরপর জরুরী ডকুমেন্টস আপলোড দিয়ে সেই প্রিন্ট আউট কপিটি নির্দিষ্ট দপ্তরে বা দপ্তরের অফিসে গিয়ে জমা করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া :
সংশ্লিষ্ট অফিসে আপনার সমস্ত রকমের ডকুমেন্ট যাচাই করা হবে এবং আপনার সবকিছু দোকানের ঠিকঠাক থাকলে আপনার এই আবেদনকে অ্যাপ্রুভ করা হবে। তবে এর আগে অবশ্যই আপনার বাড়িতে গিয়ে এই বিষয়ে ইনকয়ারি করা হবে। তাই আপনি যদি এর জন্য যোগ্য হয়ে থাকেন তবে আবেদন করবেন না হলে পরবর্তীতে সে আবেদন রিজেক্ট হতে পারে।
EWS সার্টিফিকেট সম্পর্কে জরুরি তথ্য :
বর্তমানে রাজ্য সরকারের অধীনে যেখানে তপশিলি জাতিদের ২২ শতাংশ সংরক্ষণ এবং তপশিলি উপজাতিদের ৬ শতাংশ সংরক্ষণ সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এর জন্য ৪ শতাংশ সংরক্ষণ এবং ওবিসি এ এবং বি মিলিয়ে ১৭ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়। অন্যদিকে EWS ক্যাটাগরি জন্ম দেওয়া হয়ে থাকে ১০% সংরক্ষণ যেখানে তাদের সংখ্যা অনেক কম।
পরিশেষে বলা যায় যদি আপনি এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে চান এবং এখনো পর্যন্ত কোনো কাজ সার্টিফিকেট না বানিয়ে থাকেন তাহলে আপনার জন্য সেরা সুযোগ হতে চলেছে। এবার আপনি সবকিছু ক্যাটাগরীকে টেক্কা দিয়ে এই সার্টিফিকেট বানালে সবকিছু ক্ষেত্রেই অতিরিক্ত ছাড় পেতে চলেছেন। তাহলে সময় নষ্ট না করেই ডকুমেন্ট ঠিকঠাক করুন এবং সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে কি আবেদন করুন এর জন্য আর বিস্তারিত জানতে আপনি অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারেন।
আরও পড়ুন
মাত্র ₹1 টাকায় জমি দিচ্ছে রাজ্য সরকার! কী শর্তে, কারা আবেদন করতে পারবেন? রইল বিস্তারিত – WB Govt Giving Land Scheme

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You