উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কালীপুজোর উদ্বোধন করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থেকে মথুরাপুর যাওয়ার পথে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল মহিলা কংগ্রেস। সেই ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে শুভেন্দু নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
মথুরাপুরে কালীপুজোর আয়োজকদের তরফে উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সেখানেই যাচ্ছিলেন তিনি। সেই সময় দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড।
অভিযোগ, বিক্ষোভ চলাকালীন শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিয়ে মহিলাদের রাস্তার ধার থেকে সরিয়ে দেন। এরপরই বিরোধী দলনেতার কনভয় আটকে দেওয়া হয়। গাড়িতে হামলা চলে বলে অভিযোগ। মুহূর্তে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে পুলিশের তৎপরতায় গন্তব্যে পৌঁছান শুভেন্দু। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি। ধর্ম পালনে এসেছি। তার পরও হামলা হচ্ছে।’