উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাঁদার জুলুমের শিকার খোদ মৃৎশিল্পী! খাস কলকাতার (Kolkata) বুকে রাস্তায় ফেলে শিল্পীকে বেধড়ক মার, ফাটিয়ে দেওয়া হল মাথা! ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।
রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ মানিকতলার মুরারিপুকুর এলাকায় মৃৎশিল্পী (Artist) পরিতোষ চক্রবর্তী প্রতিমার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই এলাকারই কয়েকজন যুবক তাঁর কাছে চাঁদা (Kali Puja Donation) চান। তিনি চাঁদা দিতে অস্বীকার করায়, তাঁকে উদ্দেশ্য করে আক্রমণকারীরা বলে ওঠে, ‘তুই অনেক সেয়ানা হয়ে গেছিস? গতবার চাঁদা দিস নি তাই গতবারের সঙ্গে এবারের চাঁদা মিলিয়ে দিতে হবে।’ এসব শোনার পর ওই শিল্পী অপ্রস্তুত হয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ঘুষি, কিল-চড়, লাথি মেরে প্রায় পাঁচশো মিটার টেনে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে আক্রমণকারীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাথায় পাঁচটি সেলাই পরে।
সোমবার সকালে ঘটনার বিবরণ জানিয়ে মানিকতলা থানায় (Maniktala Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন পরিতোষ বাবু। তিনি বলে, ‘আক্রমণকারীদের আমি চিনি। আমার এলাকারই যুবক। তবে নাম জানিনা।’ এদিকে শিল্পীর অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ।














