বহরমপুর: উৎসবের আবহেই পুলিশি অভিযান। আর সেই অভিযানেই জুয়ার আসর থেকে হাতেনাতে পাকড়াও করা হল ৭ জনকে। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে। ধৃতদের নাম, হযরত শেখ, বিমান শেখ, হাসরাত শেখ, আমানুল শেখ, গোলাম রাসূল, আমজাদ শেখ এবং ইরফান শেখ। এদের সকলেরই বাড়ি বহরমপুর সহ পার্শ্ববর্তী এলাকায়। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে মোট ২৯ হাজার দুশো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা কীভাবে এলাকায় জুয়ার আসর বসিয়েছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।














