Fire | খড়দহে রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভোররাতে খড়দহের (Khaṛadaha) ইশ্বরীপুর এলাকার একটি রংয়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের (the fire) ঘটনা হয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই কারখানায় রাসায়নিক মজুত থাকায় আগুন লাগে। সেই আগুন দ্রুত গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই আগুন পাশের গেঞ্জি কারখানায় ছড়িয়ে পড়েছে। কালো ধোঁয়ায় মুড়ে গিয়েছে এলাকা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন এসেছে। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কারখানার পাঁচিল ভেঙে ভিতরে ঢুকেছেন দমকল কর্মীরা। ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছেন কি না, তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

দমকল কর্মীদের পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যারাকপুরের সিপি। দমকলের আধিকারিকরা জানালেন, পাঁচিল ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। পাশের গেঞ্জি কারখানার আগুন দ্রুতই আয়ত্তে আসবে। তবে রংয়ের কারখানার আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা সময় লাগবে। কারখানার ভিতরে কেউ ছিল কি না, এখনও তা জানা যায়নি।

কারখানা থেকে খানিকটা দূরেই ইশ্বরীপুর গ্রাম। এই অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই আতঙ্কে কাঁটা সেখানকার বাসিন্দারা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন