বহরমপুর: ফের মুর্শিদাবাদ জেলায় উদ্ধার প্রচুর সংখ্যক ৫০০ টাকার জাল নোট। মঙ্গলবার জালনোট গুলো উদ্ধার হয় বহরমপুর মহকুমার অন্তর্গত তর্তিপর এলাকায়। জানা গিয়েছে, এদিন গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ এক সন্দেহভাজন যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে ওই যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় ৪৭টি ৫০০ টাকার জালনোট। মোট টাকার পরিমাণ ২৩ হাজার ৫০০ টাকা।
ধৃত যুবকের নাম ভুট্টু শেখ। এদিনই তাকে তোলা হয় মুর্শিদাবাদ জেলা আদালতে। ধৃতকে পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। হেপাজতে নিয়ে ম্যারাথন জেরা শুরু করেছেন তদন্তকারীরা।














