উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার মেয়েদের সম্মান রক্ষায় প্রাণ দিতে প্রস্তুত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)! ভ্রাতৃদ্বিতীয়ায় এমনই শপথ নিলেন তিনি। প্রতি বছরের মতো এবছরও চেতলা অগ্রণী ক্লাবে ভাইফোঁটার আয়োজন ছিল জমজমাট। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শহরের নানান প্রান্ত থেকে আসা দিদি-বোনেদের থেকে ফোঁটা নেওয়ার পর বোনেদের সম্মান রক্ষায় বড় বার্তা ফিরহাদের।
চেতলা অগ্রণী, শুধু দুর্গাপুজো করেই তাক লাগায় না, এই ক্লাবের ভাইফোঁটার (Bhaiphonta) অনুষ্ঠান ভীষণ জনপ্রিয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানান বয়সী দিদি-বোনেরা আসেন ফোঁটা দিতে। এবারেরও তার অন্যথা হয়নি। ফোঁটা নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, ‘আমাদের বোনেরা যেমন আজ আমাদের দীর্ঘজীবন কামনা করছে, তেমনই আমাদেরও শপথ নিতে হবে বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণও যায়, তবু লড়ব। যাঁরা মেয়েদের অসম্মান করেন, তাঁরা মানুষ নন। তাঁদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে। একটা নারীর অসম্মান মানে গোটা মানবজাতির লজ্জা।’
এরপর তিনি আরও বলেন, ‘যাঁরা মেয়েদের অসম্মান করেন, তাঁরা মানুষ নন। তাঁদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে। একটা নারীর অসম্মান মানে গোটা মানবজাতির লজ্জা। ধর্মের উপরে সম্পর্ক। ভাই-বোনের বন্ধন কোনও ধর্ম মানে না—এটাই আমাদের বাংলার সংস্কৃতি।’














