বহরমপুর: এসআইআর (SIR) করে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া হল আপত্তির কিছু নেই। তবে কোন কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না। এমনটাই জানালেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury)।
অধীর বাবু বলেন, ‘এই বাংলায় (West Bengal) ভুয়ো ভোটারের অভাব নেই। ভুয়ো ভোটার সংশোধন হোক, তাতে কেউ আপত্তি নেই। তবে কোন কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না। ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। সেটা হলে প্রতিবাদ করব।’ রাজ্যের শাসকদল তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ‘এই পশ্চিমবঙ্গে দিনের আলোতেই ভোট লুঠ হয়, ছাপ্পা হয়, চুরি হয়। ভোট মানেই এই রাজ্যে ছাপ্পা হবে, লুঠ হবে, বেমাবাজি হবে, ভয় দেখানো হবে। আপনার ভোট অন্য কেউ দিয়ে দিল, এটা পশ্চিমবঙ্গের লোক ভালো করে বুঝে গিয়েছে। নির্বাচন কমিশনকে (ECI) এই বিষয়ের ওপর যথেষ্ট নজর দিতে হবে।’














