WB HS Semester Result Check 2025: সেমেস্টার পদ্ধতির প্রথম রেজাল্ট প্রকাশ ৩১ অক্টোবর – জানুন কীভাবে দেখবেন ফলাফল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

এবারই প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় সেমেস্টারের ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩১ অক্টোবর।

শুক্রবার (২৪ অক্টোবর) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ৮ সেপ্টেম্বর। পরীক্ষা গত ২২ সেপ্টেম্বর শেষ হয়। যদি এবার গোটা পরীক্ষা হয়েছিল ওএমআর শিট পদ্ধতিতে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় দেন ৬ লাখ ৬০ হাজার ৪৪৩ শিক্ষার্থী।লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মধ্যে ফল প্রকাশ করতে চলছে।

অনলাইনে উচ্চ মাধ্যমিক ফলাফল ২০২৫ দেখবেন যেভাবে

আগামী ৩১ অক্টোবর দুপুর ১ টার পর থেকে, প্রার্থীরা অনলাইনে তাদের মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন। ফলাফল পাওয়া যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

প্রথমতঃ পরিক্ষার্থীদের
ভিজিট করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইট এ https://wbchse.wb.gov.in/

সেখানে আপনার রোল, রেজিস্ট্রেশন ও জন্মতারিখ দিয়ে সাবমিট করলে ফলাফল দেখা যাবে।

সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার তৃতীয় সেমেস্টারে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না, কারণ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে চতুর্থ সেমেস্টারের ফলাফলের সঙ্গে মিলিয়ে‌।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। যারা তৃতীয় সেমেস্টারে কোনও বিষয়ে অংশ নিতে পারেননি, তারাও চতুর্থ সেমেস্টারে পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তারপর তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের প্রাপ্ত নম্বর যোগ করে তারপরেই মূল রেজ়াল্ট প্রকাশিত হবে।

West Bengal HS Semester Result Check Link:- Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন