অষ্টম শ্রেণি পাশ করলেই মাসে মাসে পাবেন ১৫০০ টাকা, যুবকদের টাকা দিচ্ছে মমতা সরকার – আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

অষ্টম শ্রেণি পাশ করলেই পাবেন প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা। রাজ্য সরকার যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীদের দিচ্ছে আর্থিক সহায়তা। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ থাকলে, অনলাইন আবেদন করলে মিলবে প্রতি মাসে ১৫০০ টাকা করে। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গের বহু বেকার যুবক যুবতীরা।

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল স্তরের মানুষদের জন্য একের পর এক প্রকল্প চালু করেছেন। মা বোনদের জন্য যেমন লক্ষ্মীর ভান্ডার, ঠিক তেমনি মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী, রুপশ্রী, শিক্ষাশ্রীর মতো নানান স্কিম। এছাড়াও কৃষকদের কথা মাথায় রেখে মমতা সরকার চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনায় অর্থিক সহায়তা প্রদানের জন্য নানান সরকারি স্কলারশিপ। ঠিক তেমনি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু করেছেন যুবশ্রী কিংবা বেকার ভাতা প্রকল্প।

যেসকল ছেলে মেয়েরা পড়াশোনা করছে কিংবা পড়াশোনা ছেড়ে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি চাকরি পাননি কিংবা যুক্ত নেই। তাদের আর্থিক ভাবে সহয়তা প্রদানের মাধ্যমে সাহায্য করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল উদ্দেশ্য এই প্রকল্পের। অষ্টম শ্রেণি পাশ করা থাকলেই ও অনলাইন নাম নথিভুক্ত করলেই মিলবে প্রতি মাসে মাসে ১৫০০ টাকা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই আপনাকে যুবশ্রী প্রকল্পে আবেদন জানাতে হবে, যা অনলাইন জানানো যাবে।

যুবশ্রী প্রকল্পে সুবিধা পেতে হলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তেমনি আবেদন করার জন্য দরকার পরবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কিংবা মার্কশীট। এছাড়াও বসবাসের প্রমাণপত্র, জন্মের প্রমাণ পত্র, জাতিগত শংসাপত্র যদি থাকে সেটি ও একটি পাসপোর্ট সাইজের কালার ফটো। এরজন্য আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে।

বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে প্রথমত আপনাকে employmentbankwb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর পোর্টালের হোম পেজে থাকা New Enrollment Job Seeker অপশনে ক্লিক করুন। এরপর শর্তাবলি গুলো পরে নিয়ে সাবমিট করলেই আবেদন ফর্ম চলে আসবে। এখন ফর্মে অনলাইনে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ও ফোন নম্বর উল্লেখ করুন। এরপর ডকুমেন্টস গুলো নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি আইডি পয়ে যাবেন যা অস্থায়ী। এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে আবেদন এপ্রুভ হয়ে গেলে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড চলে আসবে। পরবর্তীতে যখন লিস্টে নাম উঠবে, এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব্যাঙ্কের তথ্য আপডেট করতে হবে ও নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে নথি ভেরিফিকেশন করতে হবে।

Employment Bank yuvashree Prakalpa Online Apply Link:Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন