WB Group C Group D Tainted Candidates List: WBSSC প্রকাশ্যে আনল প্রায় ৩,৫০০ নন‑টিচিং স্টাফ (Group D &C) বাতিল তালিকা,দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

নতুন করে গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ শুরুর আগে, শীর্ষ আদালতের নির্দেশে ২০১৬ সালের গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের মাধ্যমে চাকরি পাওয়া ৩ হাজার পাঁচশত ১২ অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ।

সুপ্রিম কোর্টের রায় অনুসারে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) আজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে ৫২ পেজের এক পিডিএফ এ ৩৫১২ জন অযোগ্য শিক্ষাকর্মীর নাম রোল নম্বরের তালিকা। তালিকায় থাকা প্রার্থীদের নিয়োগে অনিয়ম ধরা পড়েছিলো বলে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন স্কুল সার্ভিস কমিশন।

প্রসঙ্গত, যেসব শিক্ষাকর্মী অর্থাৎ নন টিচিং স্টাফ এই তালিকায় আছেন, তারা আগামী পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আজ থেকে শুরু হলো গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নতুন করে চাকরির ফর্ম ফিলাপ। যেখানে অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি ও মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে।

কাদের কাদের চাকরি বাতিল হলো, দেখে নিন নাম ও রোল নাম্বার PDF ডাউনলোড করেDownload Now 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন