অপেক্ষার অবসান আজ ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-এর কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। শুধু পশ্চিমবঙ্গই নয়, এবারের এসআইআর বা ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া চলছে দেশের আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। প্রথম দফায় বিহারে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। আর দ্বিতীয় ধাপে এই কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।
বিএলও -রা কাদের থেকে নথি চাইবেন, আর কাদের নয় জেনে নিন
আজ থেকে রাজ্যের প্রতিটি বাড়িতে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া। তবে এই SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই বিভ্রান্তি দেখা দিয়েছে কারা নথি দেখাবে, কারা দেখাবে না।
মূলত এসআইআর (SIR) প্রক্রিয়ায় সেইসব ভোটারের নথি দেখাতে হবে না যাদের ২০০২ সালে ভোটার তালিকায় নাম আছে অথবা পরিবারের যে কোনো একজনের নাম থাকলে দেখাতে হবে না নথি। কিন্তু যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তাদের নির্ধারিত নথি জমা দিতে হবে। নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার জন্য ১২টি ধরনের নথি নির্ধারণ করেছে।
সেগুলো হচ্ছে —
১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। ৩) জন্ম শংসাপত্র। ৪) পাসপোর্ট। ৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র। ৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। ৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮) জাতিগত শংসাপত্র। ৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার। ১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার। ১১) জমি অথবা বাড়ির দলিল।
আজ থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা তারপর নথি যাচাই করার পরই সংশ্লিষ্ট ভোটারের নাম নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে।














