মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর-র ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন বিএলও-রা। আর সেই দিনেই প্রতিবাদে সরব রাজ্য তৃণমূল কংগ্রেস।ধর্মতলায় আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত পদযাত্রার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সংবিধান নিয়ে হাঁটেন তিনি। পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মন্ত্রী, সাংসদ ও বহু নেতা-কর্মীরা।
মিছিল শেষে বিজেপি ও তার সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেন মমতা বলেন, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে বিজেপি। কেউ হকার, কেউ শ্রমিক সবাই ভাবছে আমাদের নাম বাদ যাবে না তো?
এদিন মমতা বলেন, বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয় না, আবার হিন্দি বা উর্দু বললেই পাকিস্তানি নয়। এই অর্ধশিক্ষিত বিজেপি নেতারা স্বাধীনতার ইতিহাসই জানে না।
এছাড়াও মমতা দাবি করেন, এইসব করে বিজেপির কোনও লাভ হবে না। কটাক্ষের সুরে বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছে ৪০ শতাংশ ভোট, আর বিজেপি পেয়েছে ৩৯ শতাংশ। ২ শতাংশ ভোট বেশি পেয়েই বাংলায় সরকার গড়ার স্বপ্ন দেখছে ওরা এটা মূর্খতার স্বর্গে বাস করছে বলে কটাক্ষ করেন মমতা। এছাড়াও একজন ন্যায্য ভোটারের নাম বাদ গেলে, বিজেপি সরকার ভেঙেই থামব বলে হুঁশিয়ারি মমতার।













