এসআইআর (Special Intensive Revision)-এর প্রক্রিয়া শুরু হতেই রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও-রা। সেই সময়ই ধর্মতলার আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূলের মিছিল, মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সংবিধান নিয়ে হাঁটেন তিনি, পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়করা।
মিছিলের শেষে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূলনেত্রী বলেন, আধার কার্ড করতে লেগেছিল, প্রত্যেককে ১০০০ টাকা করে নিয়েছিল। চুরি করেছিল! যদি আধার কার্ড বানাতে প্রত্যেক ভোটারের কাছ থেকে ১০০০ টাকা করে নিল, তাহলে এখন কেন বলছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়? এদিকে, ব্যাঙ্কে লিঙ্কের জন্য পেনশন সব কিছুতেই আধার লাগে। অথচ এখন বলছে নাগরিকত্বের প্রমাণ নয়। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যত কার্ড বানাচ্ছে, তত ভাঁওতা দিচ্ছে সরকার। দিল্লি থেকে এই সরকারকে সরাও। কোনও আধারের প্রয়োজন পড়বে না।
এছাড়া মমতা আরও অভিযোগ করেন, একাধিক জেলায় ইচ্ছে করে ভোটারের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। উদাহরণ টেনে তিনি বলেন, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ভোটার তালিকা দেখেছি। আগে সেখানে ৭০০ ভোটার ছিল, এখন ম্যাপিংয়ে দেখি ৫২৬ জনের নাম বাদ পড়েছে। এসব করে বিজেপি গনতন্ত্র হত্যা করছে।
তৃণমূলের এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির রাজনীতিতে আরও বিতর্ক ও চাপানউতোর দেখা দিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেছেন, ওটা জামাতিদের মিছিল।














