West Bengal Voter SIR Online Apply: বৃহস্পতিবার থেকে অনলাইনেও পাওয়া যাবে ভোটার তালিকার SIR ফর্ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম বিতরণ শুরু করেছেন। অনেক জায়গায় ভোটারদের ফর্ম পূরণের পদ্ধতিও বুঝিয়ে দেওয়া হচ্ছে, প্রয়োজনে ফিলআপ করতেও সাহায্য করা হচ্ছে।

বাংলায় SIR শুরু হবার আগে ঘোষণা করেন নির্বাচন কমিশন, অনলাইনের মাধ্যমে এই ফর্মও পূরণ করা যাবে। কিন্তু বিশেষ করে কর্মসূত্রে রাজ্যের বাইরে বা বিদেশে থাকা নাগরিকদের জন্য অনলাইন ফর্ম সুবিধা চালু করা হবে। তবে মঙ্গলবার রাজ্য জুড়ে এস‌আইআর শুরু হলে প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন এই ফর্ম পাওয়া যায়নি বলে কারণ জানায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফর্ম পাওয়া যাবে। এছাড়াও কমিশনের অ্যাপ ইসিআইনেটেও ফর্ম ফিলাপ করা যাবে। যারা বিএলওদের কাছ থেকে সরাসরি ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। ইলেকশন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুনঃ ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন – Download Now

অনলাইনে ফর্ম ফিলাপ সহ বিভিন্ন বিষয়ে ইলেকশন কমিশনের পোর্টালে বিস্তারিত বলা থাকবে। উল্লেখ্য, রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বিএলও-কে এসআইআর কাজে নিয়োগ করেছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন এবং ভোটারদের তথ্য সংগ্রহ করছেন। কমিশনের সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টা পর্যন্ত ১ কোটি ১০ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও বিএলওদের সহায়তার জন্য এজেন্ট (বিএলএ) নিয়োগ করেছে।

Voter SIR Online Apply ECINET App Download Link:- Download

Voter SIR Online Apply West Bengal Link:- Click Now 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন