Family Pension: ফ্যামিলি পেনশনের বর্ধিত হার নিয়ে বড় নির্দেশিকা! কতদিন বেশি পেনশন পাবেন? বিভ্রান্তি দূর করল সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Family Pension: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের জন্য পেনশন সংক্রান্ত নিয়মকানুন জেনে রাখা অত্যন্ত জরুরি। বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই পুরনো পেনশন স্কিম (Old Pension Scheme) চালু রয়েছে, যেখানে দেশের বাকি অংশে নতুন পেনশন স্কিম (New Pension Scheme) কার্যকর। পেনশন নিয়মের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যামিলি পেনশন, বিশেষ করে এর বর্ধিত হার (Enhanced Rate) সংক্রান্ত নিয়ম। সম্প্রতি এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, যা বহু মানুষের বিভ্রান্তি দূর করবে।

ফ্যামিলি পেনশনের বর্ধিত হার: মূল নিয়মটি কী?

সাধারণত, একজন পেনশনার মারা যাওয়ার পর তাঁর পরিবার যে পেনশন পান, তাকে ফ্যামিলি পেনশন বলা হয়। এই পেনশনের দুটি হার রয়েছে – একটি হলো বর্ধিত হার (Enhanced Rate) এবং অন্যটি হলো সাধারণ বা হ্রাসকৃত হার (Reduced/Normal Rate)। নিয়ম অনুযায়ী, পেনশনারের মৃত্যুর পর তাঁর পরিবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বর্ধিত হারে পেনশন পেয়ে থাকেন। এই বর্ধিত হারটি হলো মৃত পেনশনার সর্বশেষ যে পরিমাণ পেনশন পেতেন, তার সমান।

এই বর্ধিত হার পাওয়ার সময়কাল দুটি শর্তের উপর নির্ভরশীল:

  • পেনশনারের মৃত্যুর তারিখ থেকে সাত বছর পর্যন্ত।
  • অথবা, মৃত সরকারি কর্মচারী বা পেনশনার বেঁচে থাকলে যেদিন তাঁর ৬৭ বছর বয়স পূর্ণ হতো, সেই তারিখ পর্যন্ত।

সরকারি নিয়ম অনুযায়ী, এই দুটি সময়কালের মধ্যে যেটি আগে আসবে (whichever is earlier), সেই পর্যন্তই পরিবার বর্ধিত হারে পেনশন পাবে। এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে ফ্যামিলি পেনশনের পরিমাণ কমে সাধারণ বা হ্রাসকৃত হারে চলে আসে।

অবসর বয়স ৬০ বছরের বেশি হলে নিয়ম কি বদলাবে?

অনেক সরকারি পদ, যেমন অধ্যাপক বা ডাক্তারদের ক্ষেত্রে অবসরের বয়স ৬০ বছরের বেশি (যেমন ৬২ বা ৬৫ বছর) হয়ে থাকে। এই কারণে একটি প্রশ্ন উঠছিল যে, যদি কোনও কর্মীর অবসরের বয়স ৬০ বছরের বেশি হয়, তবে তাঁর পরিবারের জন্য বর্ধিত হারে ফ্যামিলি পেনশন পাওয়ার নিয়ম কি একই থাকবে?

এই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কর্মীর অবসরের বয়স যা-ই হোক না কেন, ফ্যামিলি পেনশনের বর্ধিত হার গণনার নিয়ম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, সাত বছর অথবা ৬৭ বছর বয়স পর্যন্ত (যেটি আগে হবে)—এই নিয়মটিই সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উদাহরণস্বরূপ, ধরা যাক একজন কর্মচারী ৬২ বছর বয়সে অবসর গ্রহণ করলেন এবং কিছুদিন পর মারা গেলেন।

  • নিয়মের প্রথম শর্ত অনুযায়ী, তাঁর পরিবার মৃত্যুর দিন থেকে ৭ বছর পর্যন্ত বর্ধিত হারে পেনশন পেতে পারেন। সেক্ষেত্রে তাঁর বয়স হবে ৬২ + ৭ = ৬৯ বছর।
  • দ্বিতীয় শর্ত অনুযায়ী, তাঁর ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পরিবার বর্ধিত হারে পেনশন পাবে।

যেহেতু ৬৭ বছর বয়স ৬৯ বছরের আগে আসছে (“whichever is earlier”), তাই তাঁর পরিবার শুধুমাত্র তাঁর ৬৭ বছর বয়স হওয়া পর্যন্তই বর্ধিত হারে পেনশন পাবে। এরপর থেকে পেনশনের পরিমাণ কমে সাধারণ হারে চলে যাবে। এই স্পষ্টীকরণটি বহু পেনশনার ও তাঁদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন