রাজ্য সরকারের ৮ হাজার Group C,D কর্মী নিয়োগের আবেদন শুরু, দেখুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত – WB Govt Job Recruitment 2025

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

WB Govt Job Recruitment 2025: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) তরফে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের আবেদন শুরু হলো। রাজ্যের সকল অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী পাস চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ মিলিয়ে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৮,৪৭৭ টি। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করবেন বলে বসেছিলেন তাদের জন্য সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

সূত্র মারফত খবর থেকে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ ৩ রা নভেম্বর ২০২৫ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করা যাবে। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

সম্পর্কিত পোস্ট

সরকার দিচ্ছে মহিলাদের 2 লক্ষ টাকা! কী কী শর্ত থাকতে হবে? দেখুন বিস্তারিত – WB Govt Scheme

WB Govt Job Recruitment 2025

পদের নাম:

২৬ হাজার চাকরি বাতিল মামলায় দীর্ঘদিন আগেই শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরতরা চাকরি হারিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ শে ডিসেম্বরের মধ্যে পুনরায় স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি তরফে দীর্ঘদিন আগেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই পদে অনলাইন আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু হতে চলেছে।

মোট শূন্য পদের সংখ্যা:

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৮,৪৭৭ টি। এরমধ্যে গ্রুপ সি পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ২, ৯৮৯টি এবং গ্রুপ ডি পদে মোট শূন্য পদের সংখ্যা ৫,৪৮৮ টি।

বয়স সীমা:

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১ লা জানুয়ারি ২০২৫ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থী যথা- সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব, এবং আদার ব্যাকওয়ার্ড কাস্ট নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। বয়সের ছাড় পাবার ক্ষেত্রে জাতিগত সংশয় পত্র থাকা আবশ্যিক।

শিক্ষাগত যোগ্যতা:

গ্রুপ সি পদে এবং গ্রুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা গ্রুপ সি পদের জন্য আবেদনযোগ্য। অন্যদিকে যে সমস্ত চাকরি প্রার্থীরা কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস করেছে তারা গ্রুপ সি পদে আবেদনযোগ্য।

আবেদন পদ্ধতি:

আবেদন প্রক্রিয়া অনলাইনে মাধ্যমে সম্পূর্ণ হবে। তাই আগ্রহীরা আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। ওয়েবসাইটে দেওয়া আবেদনের লিংকে ক্লিক করে আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। গতকাল অর্থাৎ ৩রা নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে।

আবেদন মূল্য:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য Gen / OBC / EWS চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 400/- লাগবে। অন্যদিকে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী অর্থাৎ SC / ST / PH চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 150/- টাকা প্রদান করতে হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছায়ের ক্ষেত্রে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে, এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে পার্সোনালিটি টেস্ট জন্য ডাকা হবে। সবশেষে মেরিট লিস্ট অনুযায়ী যে সমস্ত চাকরি প্রার্থীরা এগিয়ে থাকবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়োগপত্র প্রদান করা হবে।

আবেদন তারিখ:

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তার আবেদন প্রক্রিয়া আগামীকাল ৩ রা নভেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে। বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের কোন‌ প্রকার লিংক প্রদান করা হয়নি। আগামীকাল থেকে চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন।

আরও পড়ুন

পোস্ট অফিসেও লক্ষীর ভান্ডার! মহিলারা পাবেন ১০-১২ হাজার টাকা মাসে – Post Office Lakshmir Bhandar

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন