OBC Case Update: ওবিসি সংরক্ষণ ইস্যুতে কলকাতা হাইকোর্টে চলমান সব ধরনের শুনানি আপাতত বন্ধ রাখার নির্দেশ সুপ্রিমকোর্টের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ওবিসি সংরক্ষণ (OBC Reservation) সংক্রান্ত মামলায় বড়সড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই ইস্যুতে চলমান সব ধরনের শুনানি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাইকোর্ট এই মামলায় কোনও হস্তক্ষেপ করতে পারবে না জানায়,শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ আজ এই স্থগিতাদেশের নির্দেশ দেয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে সাফ জানানো হয়, যেহেতু সংরক্ষণের মূল মামলাটি ইতিমধ্যেই তাদের এজলাসে বিচারাধীন, তাই একই বিষয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পক্ষে নতুন করে শুনানি চালানো যৌক্তিক নয়।

প্রসঙ্গত, হাইকোর্টের এক নির্দেশে রাজ্যের ২০১০ সালের ৯ ডিসেম্বরের পরবর্তী সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়।
সেখানে বলা হয়েছে, ২০১০ সালের পর থেকে যাঁদের অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC)-তে নথিভুক্ত করা হয়েছে, তাঁদের শংসাপত্র বাতিল করা হবে।
তবে, ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি জনগোষ্ঠী ওবিসি-ভুক্ত ছিল, কেবলমাত্র তাদের শংসাপত্রই গ্রাহ্য থাকবে বলে রায় দেয় হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং বাতিলের নির্দেশ আটকাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়।

এদিন কপিল সিবাল আদালতে রাজ্যের পক্ষে সওয়াল করেন। স্থগিতাদেশের কারণে কলকাতা হাইকোর্টে নতুন করে ওবিসি সংরক্ষণ মামলার শুনানি হবে না, পুরনো মামলার শুনানি ১৮ তারিখ নির্ধারিত ছিল বলে জানায় আইনজীবী সিবাল। এছাড়া বিচারপতি গাভাই বলেন, যেহেতু বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, এখানে মামলা শেষ না পর্যন্ত হাইকোর্ট কোনো ধরনের শুনানি করতে পারবে না।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন