আধার কার্ডে এই ভুল করলেই সর্বনাশ, বন্ধ হবে সব সুযোগ সুবিধা! দেখে নিন ঝটপট – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তা বলার অপেক্ষা রাখে না। তবে আপনি কি জানেন, আপনার আধার কার্ডের ছোট্ট একটি ভুলের কারণেই ফ্রি রেশনের সুবিধা, পিএফ-এর টাকা, গ্যাসের ভর্তুকি সবকিছু বন্ধ হয়ে যেতে পারে? হ্যাঁ, এমনটাই হতে পারে, যদি আপনার আধার কার্ডের নাম, জন্ম তারিখ বা ঠিকানায় কোনওরকম ভুল থাকে। কারণ, আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং এটি সমস্ত সরকারি পরিষেবা নেওয়ার মূল হাতিয়ার। 

কিন্তু চিন্তা করার কোনও কারণ নেই। কারণ, UIDAI এখন আধার আপডেটের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে। এখন আর আধার সেন্টারে গিয়ে কোনওরকম লাইন দিতে লাগবে না। মোবাইল বা ইন্টারনেট থাকলে বাড়িতে বসে কয়েক মিনিটের মাধ্যমে আধারের তথ্য সংশোধন করে নিতে পারবেন।

আধার কার্ডে ভুল থাকলে কী কী সমস্যা হবে?

অনেকেই হয়তো জানেন না যে, আধার কার্ডে ভুল তথ্য থাকলে সেই তথ্য অনেক সরকারি প্রকল্পের যাচাই প্রক্রিয়ায় মেলে না। এর ফলে ফ্রি রেশন বন্ধ হয়ে যেতে পারে, পিএফ বা পেনশনের টাকা আটকে যেতে পারে, স্কলারশিপ বন্ধ হয়ে যেতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট বা গ্যাসের ভর্তুকিতেও হতে পারে সমস্যা। তাই এখনই দেখে নিন, আধার কার্ডে দেওয়ার তথ্য সবকিছু ঠিকঠাক কিনা। 

বাড়িতে বসে কীভাবে করবেন আধার কার্ড আপডেট?

সম্প্রতি UIDAI সেলফ সার্ভিস আপডেট পোর্টাল চালু করেছে। যেখানে নাগরিকরা খুব সহজে নিজেরাই আধারের তথ্য সংশোধন করে নিতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর লগইন বাটনে ক্লিক করে আপনার আধার নম্বর দিতে হবে। 
  • তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে। 
  • এরপর “Update Aadhaar Online” অপশনটিকে বেছে নিতে হবে। 
  • এরপর আপনি নাম, জন্ম তারিখ, ঠিকানা বা লিঙ্গ যেটি বদলাতে চান, সেটিকে ক্লিক করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স ইত্যাদি।
  • সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করলে একটি ইউআরএন তৈরি হবে, যার মাধ্যমে আপনি আপনার আবেদন ট্র্যাক করতে পারবেন।

বলে রাখি, মোটামুটি তিন থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার আধার আপডেট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং সফল হলে আপনি নতুন আধার কার্ডের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ বদলে গেল আধার কার্ডের তিনটি নিয়ম! আধার কার্ড থাকলেই জানুন

কোন কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে?

আধার আপডেটের সময় আপনি যে কোনও একটি ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবুক, সরকারি যে কোনও পরিচয়পত্র, গ্যাস কানেকশনের বই বা বিদ্যুতের বিল। বলে রাখি, এখন অনলাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যেই হয়ে থাকে। কোনওরকম এজেন্ট বা আধার সেন্টারে যাওয়ার দরকার নেই।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন