SIR Document: ভোটার তালিকা থেকে বাদ ৩৪ লক্ষ নাম! আধার কর্তৃপক্ষের রিপোর্টে চাঞ্চল্য, কড়া পদক্ষেপ কমিশনের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SIR Document: ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে চলছে তৎপরতা। এই আবহে আধার কর্তৃপক্ষ (UIDAI) নির্বাচন কমিশনকে একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। সূত্র অনুযায়ী, আধার তালিকা থেকে প্রায় ৩৪ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই মৃত। এই ঘটনা সামনে আসতেই ভোটার তালিকা থেকে ভুয়ো, মৃত এবং ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করেছে নির্বাচন কমিশন।

আধার কর্তৃপক্ষের চাঞ্চল্যকর রিপোর্ট

নির্বাচন কমিশনের সঙ্গে সাম্প্রতিক একটি বৈঠকে আধার কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। রিপোর্টে জানানো হয়েছে, মোট ৩৪ লক্ষ নাম আধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তারা মৃত। এর পাশাপাশি, আরও ১৩ লক্ষ এমন মৃত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যাদের কোনো আধার কার্ডই ছিল না। এই বিপুল সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তা সংশোধনের প্রক্রিয়াকে এক নতুন দিশা দেখিয়েছে।

আধার কর্তৃপক্ষ মূলত ব্যাঙ্ক এবং KYC (Know Your Customer) প্রক্রিয়ার মাধ্যমে এই তথ্য সংগ্রহ করেছে। যেহেতু আধার কার্ড ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাই কোনো ব্যক্তির মৃত্যুর পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হলে সেই তথ্য আধারের কাছে পৌঁছায়। দীর্ঘদিন ধরে যাদের KYC আপডেট হয়নি বা খাতায়-কলমে মৃত কিন্তু ভোটার তালিকায় নাম রয়ে গেছে, তাদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ।

কমিশনের কড়া পদক্ষেপ ও নির্দেশিকা

আধার কর্তৃপক্ষের রিপোর্ট পাওয়ার পরেই নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে। ভোটার তালিকা নির্ভুল করতে দুটি প্রধান উৎসের ওপর নির্ভর করা হচ্ছে:

  • আধার কর্তৃপক্ষের তথ্য: মৃত ভোটারদের যে তালিকা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • বিএলও (BLO)-দের ফিল্ড সার্ভে: বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন।

এই দুই তথ্যের ভিত্তিতেই খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। কমিশন সমস্ত বিএলও-কে কড়া ভাষায় সতর্ক করেছে। নির্দেশ দেওয়া হয়েছে যে, খসড়া তালিকায় যদি কোনো ভুয়ো ভোটার, মৃত ভোটার বা ডুপ্লিকেট নাম পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “অতি সাবধানতা” এবং “সতর্কতার সঙ্গে” কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে চূড়ান্ত তালিকায় কোনো ভুল না থাকে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন